পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২৯৮ ] ইহার কিছু পূৰ্ব্বে মজুমদার লক্ষ্মীপ্রতিমার সহিত গোবিন্দপ্রতিমার বিবাহমহোৎসব সম্পাদনের নিমিত্ত বহুবিধ ভক্ষ্যদ্রব্যসম্ভার সংগ্ৰহ কলিয়ছিলেন। ঐরুপ দুৰ্দ্দিনে শাস্ত্রে বিবাহোৎসব নিষিদ্ধ হওয়ায় মজুমদার সেই সমস্ত দ্রব্যসম্ভার ও অন্তান্ত ভক্ষ্যদ্রব্য ক্রয় করিয়া হস্তী, অশ্ব, সৈন্স, সেনাপতি ও স্বয়ং মানসিংহেরও যথারীতি আতিথ্য সম্পাদন করিলেন । সমস্ত লোকজনসহ মানসিংহ অতিমুখে সেই দুৰ্দ্দিন অতিবাহিত করিয়াছিলেন। পরে সপ্তাহ শেষে দুর্দিনের অবসান ও আকাশ পরিষ্কৃত হইলে মানসিংহ আনন্দিত হইয়া মজুমদারকে বলিলেন যে, এখান হইতে প্রতাপাদিত্যনগর কত দিনে যাওয়া যাইতে পারে, এবং কোন দিনে কোথায় বা সেনানিবেশ কৰ্ত্তব্য, এই সমস্ত লিখিয়া দেও। মজুমদার তাহ শুনিয়া সমস্ত লিখিয়া মানসিংহকে দিলেন। মানসি’হ মজুমদারকে অনেক সাধু বাদ প্রদান করিয়া বলিলেন যে প্রতাপাদিত্যকে লোকজন সহ জয় করিয৷ পুনরাগমনসময়ে তোমার অভিলষিত বক্তব্য শুনিয়া তাহ অবশুই পালন করিব, তুমিও আমাদের সঙ্গে প্রতাপাদিত্যের নগরে আইস। তাহার পর কয়েক দিবসে বহু সৈন্ত পরিবৃত হইয়া মানসিংহ প্রতাপাদিত্যনগবে উপস্থিত হইলেন। প্রতাপাদিত্যও চরমুখে মানসিংহের আগমনবৃত্তান্ত শুনিয়া দুর্ভেদ্য দুর্গ রচনা ও তথায় সমুদায় সৈন্ত স্থাপন করিয়া মানসিংহসৈন্তনিক্ষিপ্ত অস্ত্র প্রহরে অক্ষত শরীর থাকিয় অসংখ্য অস্ত্র শস্ত্র ও বায়ান্ন হাজার ঢালী, একান্ন হাজার তীরন্দাজ ও বহুসংখ্যক অশ্বরোহী দ্বারা মানসিংহ সৈন্তগণকে জর্জরিত করিয়া তুলিলেন। এই সমস্ত অবগত হইয়া মানসিংহ সক্রোধে অন্তান্ত সেনাপতিদিগকে বলিলেন যে, তোমরা বহুসৈন্ত একত্র করিয়া দুর্গ ভেদ কর, নতুবা তোমাদিগের সমুচিত দণ্ড বিধান করিব। ইহা বলিয়া সকলকে একবারে দুর্গভেদে নিযুক্ত করিলেন। তাহারা মানসিংহের আজ্ঞায় দ্বিগুণ পরাক্রমে