পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ Woo o | নাথের পুত্র জানিয়া তাহার দ্বারা বাদসাহী সৈন্তের এইরূপ আতথ্য শুনিয়া মানসিংহকে বলিলেন যে কাশীনাথপুত্র মজুমদার মহা ভব, প্রতাপাদিত্যজয়ে সরকারে অনেক উপকার করিয়াছে, ইহাকে তত্ব অভিলষিত কিছু পারিতোষিকাদি দেওয়া হইয়াছে কি না ? মানসিংহ বলিলেন যে মজুমদার এখানে উপস্থিত আছেন, তিনি বাগোয়ান প্রভৃতি চতুর্দশ পরগণার প্রার্থী, জাহাপনার আদেশ ব্যতীত আমরা তাহ প্রদানে অশক্ত। বাদসাহ তাহ শুনিয়া মানসিংহকে মজুমদারের অভিলম্বিত রাজ্যের সনন্দ আনিতে আদেশ দেন। তাতার পর মানসিংহ মজুমদারকে বাদসাহের নিকট লইয়া যান। মজুমদার বাদসাহকে যথারীতি অভিবাদন করিলে বাদসহ তাহাকে নানা প্রকারে সম্ভাষণ করিয়া স্বীয় অলিসে যাইবার অনুমতি দেন । তাহার পর মানসিংহের সহিত পরামর্শ কপিসা বাদসাহ মজুমদারকে তাহার অভিলষিত রাজ্য প্রদানে স্বীকৃত হন, এব: সননে রাজা উপাধির উল্লেখ করিম তাহা স্বাক্ষরযুক্ত করিয়া দেন । মজুমদার ঈপিত রাজ্যলাভের সমস্ত ব্যাপার শীঘ্র সম্পাদন করিয়া মানসিপ্ত কর্তৃক সৎকারের পর স্বদেশে গমন করেন ।