পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘটক কারিকা। ৬ ছকড়ীতনয়ঃ শ্রেষ্ঠে রামচন্দ্রে মহাকৃতী । মহামানী মহাশূরে নবভিগুণকৈষ্ণুতঃ ॥ রামচন্দ্রস্ত ত্রয়ঃ পুত্রাঃ বিখ্যাতাঃ জগতীতলে । ভবানন্দো গুণানন্দঃ শিবানন্দো মহীভূজঃ ॥ শিবানন্দো মহাজ্ঞানী সৰ্ব্ববিদ্যবিশারদঃ । বৃহস্পতিসমে বাগ্মী কন্দৰ্প ইব রূপবান। দিল্লীশ্বরস্ত মস্তিত্বং তথা তেন হি লভ্যতে । দানে কর্ণসমঃ সোহপি গুণে চ বাসলেপমঃ ॥ ভবানন্দো মহাপ্রাজ্ঞে গৌড়মন্ত্রী বভুব হ । শ্ৰীহরিস্তস্ত পুত্ৰশ্চ বিক্রমাদিত্যসংজ্ঞকঃ ॥ পুরং যশোহরং রম্যং গজবাজীসমষ্টিতম্। স্থাপয়ামাস স প্রাক্ত স্তত্ৰোবাস প্রযত্নতঃ ॥ চন্দ্রদ্বীপপুরাৎ তস্মিন কাৰ্যস্থান ব্রহ্মণান তথা । বৈদ্যকণনানয়ামাস সমাজেশে বভূব সঃ ॥

  • ইহা চন্দ্রদ্বীপের ঘটক-কারিক। শশিভূষণ নদী মহাশয় তাহার কায়স্তৃকারিক। গ্রন্থে ইহা মুদ্রিত করিয়াছিলেন। পণ্ডিত সত্যচরণ শাস্ত্রী মহাশয়ও তাঙ্গর প্রতাপাদিত্যের প্রথম সংস্করণে ইহা প্রকাশ করেন। এই উভয় গ্রন্থ আলোচনা করিয়া আমরা ঘটককারিক প্রকাশ করিলাম। এই কারিকার সহিত অন্নদামঙ্গলের অনেক স্থলের ঐকা আছে। কোন গ্রন্থ আগ্র, এবং কোন গ্রন্থ পরে লিখিত তাহ স্থির করা কঠিন ৷ ঘটকমহাশয়গণের রচিত কারিকায় অনেক স্থলে শুদ্ধির অভাব লক্ষিত হয় । তাহ শুদ্ধ করিতে গেলে আমূল পরিবর্তন করিতে হয়। এইজন্য কারিক মূলাকারেই প্রদত্ত হইল। দুই এক স্থলে সামাঙ্গ বর্ণাশুদ্ধিমাত্র সংশোধিত হইয়াছে।