পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २७ ]. ইহাতেই লজ্জিত রাজা প্রতাপাপিত্য অতি বিদ্যান সৎকবি এ কথা শুনিয়া কিঞ্চিত অগ্ৰগামি হইয় নিরুপিত স্থানে যাইয়া কায়দা মত শেলাম করিয়া ডগুইলে বাদসাহকে নিবেদন করিলেন যাহঁাপনার হুকুম হইলে এ গোলাম দিয়া এ সমস্ত পূরণ হইতে পারে। বাদসহ দৃষ্টিপাত করিয় ইসারাক্রমে অনুমতি দিলেন। রাজা প্রতাপাদিত্য আদব বাজাইয়া নিবেদন করিলেন দৈবক্রমে তাহার সমস্ত পূর্ণ তন্মত হইল। সে এই সাহ একববর। শোবর কামিনী নীর নাহারতি। রিত ভালিহেঁ । চিরমচরকে গচপর বাবিকে । ধারেছ চল্ল চলিহেঁ। রায় বেচারি আপন মনমে। উপমাও চারি হেঁ। কেছুঙ্গ মরেরতি সেত ভুজঙ্গিণী । জাত চলি হেঁ। (৩২) এই সমস্ত পূরণ তন্মতে হইল। ইহাতে বাদসাহ উহাকে সস্তুষ্ট হইয়া উজিরকে জিজ্ঞাসা করিলেন এ কেট। পরে উজির প্রতাপাদিত্যের দিগে দৃষ্টিপাত করিলে প্রতাপাদিত্য ফের আদব বাজাইয়া নিবেদন করিলেন যাহঁাপান গোলামের নাম প্রতাপাদিত্য বঙ্গদেশের যশহর চাকলা ওগএরহের জমিদার বিক্রমাদিত্যের তরফ লোক। এ সমস্ত উজির পুনরায় নিবেদন করিলেন বাসাহের সন্মুখে। ইহাতে বাসাহের অনুমতিতে উজির উহাৰে খেলাত দিয়া সম্ভ্রান্ত করিলেন। সেই দিবস অবধি রাজা হুজুর পরিচি হইলেন এই মতে কতকদিন গত হয় প্রতাপাদিত্য ঠাওরাইলেন কোণ।