পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

; २१ ] ক্রমে এ রাজ্য আপন নামে লেখাইয়া পঞ্জা সমেত ফরমান লইয়া দেশে যাইতে পারিলে আমার কৃতত্ত্ব তবে আমার নাম প্রদপ্ত হয় আমারদের দেশের উপর (৩৩) অতএব ইহা আমার অবশ্য কৰ্ত্তব্য। মনে২ এই রচনা করিয়া সরদার উকিল যে ওখানে অনেক দিবসাবধি ছিল তাহাকে বাটীতে বিদায় করিলেন এবং খাজনার কারণ দেশে পুনঃ২ তাকিদ লেখেন তথাচ সদরে এক কবৰ্দ্দক দাখিল ও করেন না টালমটালেতেই কাটান বাদসাহের হজুর যাতায়ত করেন এ প্রযুক্ত সকলে উহাকে সন্ত্রম করে এবং হজুর তক এ বিষয় এত্তল করে না। এই মতে দুই তিন বৎসর গত হইল তথাচ রাজা খাজান কিছুই সদর দাখিল করেণ না মফসল হইতে উহার তাকিদ প্রযুক্ত অধিক আমদানি হয় কিন্তু উনি সমস্ত আপনি তহবিলে রাখেন দাখিল এক কবৰ্দ্দকও করেণ না । তিন বৎসর গত হইল ইহাতে এ সমস্ত বিবরণ বাদসহিতক দরপেস হইলে ইহার উপর তাকিদ ক্রমে ইনি দরখাস্ত করিলেন যার্হাপনা মফসলে রাজা বসন্ত রায় কৰ্ত্ত সে নষ্টতা করিয়া কর পাঠায় না আমি লাচার কি করিব হাজির আছি আমাকে খুন করিলেই বা আম দিয়া ইহার আঞ্জাম কি মতে হইতে পারে। (৩৪) জমিদার নষ্ট প্রকৃতি ইহাতে উজিরের উপর হুকুম হইল বাঙ্গালায় এক মনছবদার যাইয়া যশহর ওগএরহ হইতে রাজা বিক্রমাদিত্যকে দূর করিয়া অন্ত কাহাকে তাহাতে পদাপন করিতে। এ খবরে ফের রাজা প্রতাপাদিত্য দরখাস্ত করিলেন যদিত এ গোলামের উপর রাজ্যের ভর হয় তাহার ফরমান প্রাপ্ত এ গোলাম এখানে হয় তবে এ তিন বৎসরের যে বক্রি কর তাহা এ গোলাম হইতে সরবরা হইতে পারে হুকুম হইলে কাম করিয়া গোলাম এ টাকা খালিসা দাখিল করে। ইহাতে বাদসাহের মনস্থ হইল চাকলে যশহর ওগএরহের রাজত্বর Wo)