পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ રક્ત ] বহলি ফরমান রাজা প্রতাপাদিত্যের নামে হইল (৩৫) রাজা প্রতাপাদিত্য ঐ আমানত টাকা সেই দিবস খালিসা দাখিল করিলে তিন বৎসরের করের মধ্যে পাঁচ লক্ষ টাকা উহাকে রেয়ায়ত হইল এবং নানাবিধ খেলাত রাজ্যের ও নবাবের মনছবদারির ইহাতে রাজা অতি দস্তয়মান হইয় উজির ইত্যাদি সমস্তকেই শওগাত দিয়া হর্য মনে বনি নেসান ডঙ্কা সমস্ত মনছবদারেল সরঞ্জাম প্রাপ্ত হইয়া বাইস হাজার ফৌজ (৩৬) সমেত ডঙ্কা দিতেই উকিল নিযুক্ত করিয়া হেন্দোস্থান হইতে বাহির হইলেন। ক্রমেই তিন চারি মাসে আসিয়া যশহর পৌছিলেই এককালিন বন্দুকের দেহড় ও মারিয়া ডস্ক দিয়া দপ্তর ও মালখানা সমস্ত বন্ধ করিলেক নগরে ডস্ক দিল রাজা প্রতাপাদিত্য রাজা হইয়া আসিয়াছেন (৩৭) রাজবাটীর বাহিব ভাগেই রহিলেন বাটীর মধ্যে আইসেন না পিতা মাতা খুল্লতাত ও আর২ বান্ধবগনের সহিত মিলন করেন না ইহাতে মহারাজা বিক্রমাদিত্য আপনি বাহিরে আসিয়া রাজ বসন্ত রায় ও আর২ মন্ত্রী লোকের দিগকে সাতে করিয়া প্রতাপাদিত্যের সান্নিধ্য আইলে রাজা প্রতাপাদিত্য আপনি উত্থান করিয়া ও পিতা ও খুল্লতাতেব পদে নত হইয়া ভূমিষ্ঠ প্ৰণাম করিল ইহারাও তাহার শিরে চুম্বন করিয়া ক্রোড়ে করিলেন পরে সমস্তই একাসনে বসিয়া আলাপ বিলাপ করিতেছেন। (৩৮) পরে রাজা বিক্রমাদিত্য ও বসন্ত রায় ও প্রতাপাদিত্য তিন জন এক নিভৃত স্থানে যাইয়া বসিলে রাজা বিক্রমাদিত্য জিজ্ঞাসা করিলেন পুত্র কি সমাচার আসিব মাত্রেই কিমার্থে এমত২ আচরণ করিলা । আমরা তোমাকে বিদেশে পাঠাইয়া কেবল ছায়ার দ্যায় রহিয়াছি তোমার আইসনে বন্দুকের দেহড় শ্রবণ মাত্রেই শরীর পুলকিত হইয়াছিল পরে তোমার এমত২ আচরণে আমারদের ক্ষোভের আর পরিসীমা ছিল না এখন তোমার মুখ দেখিয়া পরমাপ্যায়িত হইলাম। তোমার খুল্লতাত তোমার গমনাবঞ্চি