পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ৩৪৭ ] উল্লারা মহাবলযুক্ত। শিবানন্দ, মহাজ্ঞানী ও সৰ্ব্ববিদ্যাবিশারদ ছিলেন। তিনি বৃহস্পতির দ্যায় বাগ্মী, কন্দপের ন্যায় রূপবান এবং দিল্লীশ্বরেব মন্ত্রিত্ব প্রাপ্ত হন। তিনি কর্ণের স্থায় দাতা ও ইন্দ্রের তুল্য গুণবান। গোঁড়মন্ত্রী ভবানন্দের পুত্ৰ শ্ৰীহরি। তিনি বিক্রমাদিত্য নামে বিখ্যাত, তিনি রম্য যশোহর নগর নিৰ্ম্মাণ এবং চন্দ্রদ্বীপ হইতে কায়স্থ ও ব্রাহ্মণাদি আনয়ন পূর্বক সমাজ স্থাপন করিয়া সমাজপতি হইয়াছিলেন। তৎকর্তৃক জিতমিশ্ৰ নাগ মধ্যল্যশ্রেণীভুক্ত হন। গুণানন্দের পুত্র মহাজ্ঞানী, প্রভূতবলবিক্রমশালী ও সৰ্ব্বশাস্ত্রজ্ঞ * জানকীবল্লভ খালসার কৰ্ত্তা ও গৌড়ের কোষাধ্যক্ষ হইয়া দিল্লীর বাদসহ কর্তৃক রাজা ও বসন্তরায় উপাধি প্রাপ্ত হন, এবং তদবধি তিনি রাজা বসন্তরায় নামে অভিহিত । সপুত্ৰক গুণানন্দ গৌড় নগব হইতে রাজবিপ্লবের জন্ত ভ্রাতার সাহত একত্রে যশোহরে বাস কলিয়া যশোহরের রাজশ্ৰী সমুজ্জ্বল করেন। উভয় ভ্রাতাই নবগুণযুক্ত কুলীন ও কুলপ্রদীপ । ব্ৰহ্মাণ্ডে যেমন সুর্য্যতেজ প'রব্যাপ্ত, তদ্রুপ জগতে তাহাদের কুলও প্রকাশমান। বিক্রমাদিত্যের পুত্রের নাম প্রতাপাদিত্য । তিনি রাজরাজেশ্বর, মহাবীর ও ধযুদ্ধর। প্রতাপাদিত্য যবনের তন্ত ইষ্টতে বঙ্গদেশ উদ্ধার করিয়া দিল্লীশ্বরের ভীতি উৎপাদন করেন তিনি অক্ষেীহিণী সৈন্তের অধিপতি, কালিকাভক্ত ও কালিক কর্তৃক রক্ষিত। তিনি ফিরিঙ্গী ও মগদিগের বীর্য হ্রাস এবং রাঢ় ও বঙ্গদেশের সমস্ত রাজাদিগকে পরাজয় করিয়া আসমুদ্র করগ্রাহী হন। তাহার পিতৃব্য রাজা বসন্তরায় মহাতেজস্বী, মহাজ্ঞানী, ভীষ্মসদৃশ দৃঢ়প্রতিজ্ঞ, ইন্দ্রতুল্য যোদ্ধ, বলীকুল্য দাতা, বৃহস্পতিসদৃশ বুদ্ধিমান, সরস্বতীতুল্য বাগ্মী, সৰ্ব্বধৰ্ম্মজ্ঞ, ইষ্টভক্ত, ও ব্রাহ্মণপ্রিয় ছিলেন। তিনি প্রতাপাদিত্য কর্তৃক সপুত্র নিহত হন । তাহার একটা পুত্র রাঘব, রাণীকর্তৃক কচুবনে লুক্কায়িত হইয়া জীবিত