পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७8४ ] থাকেন, তন্নিমিত্ত তিনি কচুরায় নামে অভিহিত। কচুরায় দ্বাদশ বর্ষ বয়সের সময় দিল্লীশ্বরের নিকট উপস্থিত হইয়া এই সমস্ত ঘটনাদি নিবেদন করিলে, জাহাঙ্গীর বাদসাহ সেনাপতি আজিম খাকে সসৈন্তে প্রেরণ করেন। বঙ্গাধিপ তাহার আগমন শুনিয়া রাত্রিকালে নিঃশব্দে আক্রমণ করিয়া বিশহাজার সৈন্যসহ আজিম থাকে বিনষ্ট করিলেন । আজিমখাব মৃত্যুসংবাদ শ্রবণ করিয়া দিল্লীশ্বর মহাদুঃখিত ও ক্রোধান্বিত হইলেন। দিল্লীশ্বর বঙ্গাধিপের বধসাধনার্থে পঞ্চাশ সহস্র সৈন্তাসহ বাইশজন আমীরকে প্রেরণ করিলে তাহার সিংহনাদ করিতে করিতে বঙ্গদেশে যমুনাতীরে উপস্থিত হইয়া প্রতাপাদিত্যের নিকট দূত পাঠাষ্টয়া দিলেন। দূত রাজার নিকট উপস্থিত হইয়া বলিলেন, বঙ্গেশ্বর মহারাজ! দিল্লীশ্বর আপনাকে মিত্রদ্রোহী ও রাজবিদ্রোহীজ্ঞানে দমনার্থে তাহাব সেনাপতিকে প্রেরণ করিয়াছিলেন । আপনি তাহাকে বিনষ্ট করিয়াছেন । সুতরা তাহার আদেশানুসারে বাইশজন আমীর, সৈন্তসহ শাস্তিস্থাপনের নিমিত্ত উপস্থিত হইয়াছেন। এই অসি ও লৌহখৃঙ্খল দর্শন করিয়া যাহা গ্রহণ করিতে ইচ্ছা হয় গ্রহণ করুন। কেশবভট রাজার ইঙ্গিতানুসারে কঠিল, হে দুত! বাৰ্ত্তাবহ অবধ্য এই নিমিত্ত তুমি জীবিত রহিয়াছ, যাও সেনাপতিদিগকে বলিও তাহারা সাধ্যানুসারে যুদ্ধ করুন। অসিই কায়স্থের ধৰ্ম্ম, ব্রত, ধন ও প্রাণ, আমি আসি গ্রহণ করিলাম । যমুনার এই নীলবর্ণ জল এই অসির দ্বারা শক্ররক্তে রঞ্জিত হইবে। যবনগণ কীব ও দস্তাবলসম্পন্ন, বিড়ালব্রতী, ছান্নিক, লোকদাম্ভিক, ধৰ্ম্মধ্বজী, ক্রুর, হিংসক ও সৰ্ব্বাভিসন্ধিক। এই সকল কুচরিত্রের দ্বারাই তাহারা ভারতবর্ষ অধিকার করিয়া শ্রেষ্ঠত্ব লাভ করিয়াছে। কেশবভট্ট এই কথা বলিয়া অসি গ্রহণপূর্বক চুম্বন করিয়া রাজার নিকট রাখিয়া দিল। দূতও শিবিরে গমনপূৰ্ব্বক আমীরগণের নিকট সমস্ত নিবেদন করিল। হয়গ্ৰীবসদৃশ