পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ NᏇ© o ! প্রকাশ করিতে লাগিলেন। তিনি বলিলেন হে জয়পুরাধিপ সেন,পুত । বঙ্গেশ্বরকে সামান্ত জ্ঞান করিবেন না। আপনি মহাবীর হইলেও মনি সামান্ত নহেন। আপনি বিদ্যাহীন ও পশুবলসম্পন্ন যোদ্ধাদিগের সঠিত যুদ্ধ করিয়াছেন। কিন্তু ইনি সৰ্ব্ববিদ্যাবিশারদ, যুদ্ধসময়ে সাবধান ইবেন। ইহার সেনাপতি রাজা স্বৰ্য্যকান্ত, মেঘনাদের তুল্য বীরশ্ৰেষ্ঠ। যশোহরপুরীও লঙ্কাসদৃশ, যোদ্ধগণ কর্তৃক রক্ষিত ও যমুনাসলিলদ্বার বেষ্টিত দুর্ভেদ্য দুর্গদ্বারা আচ্ছাদিত, দুর্গ সকল কামান দ্বারা বেষ্টিত। পশ্চিমদিকে বারুদপূর্ণ সুড়ঙ্গ ও গুপ্তরণাঙ্গন, তাহার উত্তরে একক্রোশ পরিসর ভূমির নিয়ে বারুদ প্রোথিত ও দক্ষিণদিক্‌ পাৰ্ব্বতীয় সৈন্যদ্বারা রক্ষিত, তাহারা আমমাংসভোজী ও অজেয়। পূৰ্ব্বদিকে একটা কেল্লা আছে, তাহ ফিলিঙ্গীসৈন্যদ্বারা রক্ষিত। পশ্চিমৰ্দ্ধারে দশ সহস্র হস্তী, উত্তর দ্বারে অশ্বারোহী ও পদাতিক, পূৰ্ব্বদ্বারে দশসহস্রসৈন্ত ও দক্ষিণদ্বারে বঙ্গ দেশীয় বীরগণ আছে। মধ্যস্থলে ঢালী, হস্তী, অশ্ব, রথী ও পদাতিক আছে। নগরের প্রাচীরের বহির্ভাগে নৈঋতে যে ক্ষেত্র দেখিতেছেন, তথায় সৈন্ত সমবেত করিয়া আক্রমণ করুন। তদনন্তর মানসিংহ ও কচুরায় সৈন্যসহ রণক্ষেত্রে উপস্থিত হইয়া অৰ্দ্ধচন্দ্রাকৃতি বৃহ রচনাপূর্বক ব্যুহের দক্ষিণে পদাতিক ও অশ্বারূঢ়, বামে গোলন্দাজ, সন্মুখে গজারূঢ়, পৃষ্ঠে মহারথ, তাহার পশ্চাতে বন্দুকধারী ও খড়গ, গদা, পাশ, শক্তি ও তোমরধারাদিগকে স্থাপন করিলেন। পূতনাপতি প্রভৃতি সৈন্য শ্রেণীর নায়ক, দূত, বাদক ও পাত্রমিত্রাদিকে যথা স্থানে স্থাপন করিয়া আপনি ব্যুহের অগ্রে ও কচুরায় মধ্যে এবং বাহিনীপতি আমীরগণ পৃষ্ঠদেশে অবস্থিতি কবিতে লাগিলেন। সৈন্যগণ “মানসিংহের জয়,” “বাদসাহের জয়” এইরূপ জয়ধ্বনি করিতে লাগিল। অতঃপব বঙ্গেশ্বর মহামায়ার পূজা করিরা এই প্রকারে নানাবিধ স্তব করিলেন। হে