পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৫১ ] শঙ্কার! সাররূপে, দুৰ্গতিনাশিনি, মায়ারূপিনি, জগদ্ধাত্রি, জগৎকর্লি, তোমাকে নমস্কার। হে জগন্মাতঃ, স্মৃষ্টিসংহারকারিণি ! আমার প্রতি প্রসন্না হও, আমি তোমার পদে শবণ লইলাম, যশোহব বক্ষা ও যবনদিগকে বিনষ্ট কর। এতচ্ছ বণে দেবী “ভয় নাই” এই বর প্রদানপূর্বক অন্তৰ্হিত হইলেন। অনন্তর রাজাদেশানুসারে সেনাপতি স্বর্যাকান্ত, পূৰ্ব্বদেশীয় সৈত্যের অধিপতি রঘু, ফিরিঙ্গীপতি কড, গুপ্তসৈন্ত্যপতি মুখা, ঢালীপতি মদনমাল ও রথিপতি প্রতাপসিংহ দত্ত, স্ব স্ব সৈন্তসমভিব্যাহারে বঙ্গাধিপের নিকট উপস্থিত হইলেন। তাহাদের সহিত মন্ত্রণা করিয়া রাজা তাঙ্গদিগকে লইয়া রণস্থলে প্রবিষ্ট হইলেন। তিনি ভীষণ গরুড়বুহ রচনা করিয়া যুদ্ধার্থে সেনানীদিগকে প্রেরণ করিতে লাগিলেন। রাজাদেশে রুড মানসিংহের বৃহপাশ্ব আক্রমণ ও দশজন আমাকে বধ, বামপাশ্বে প্রতাপসিংহ, ও সৈন্তাসহ রাজা স্বৰ্য্যকান্ত, মানসিংহকে আক্রমণ করিয়া ঘোরতর সৃদ্ধ আরম্ভ করিল। তদর্শনে মানসিংহ বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া আপন সৈন্তের দ্বারা তাহাদিগকে নিবাৰণ কবিতে লাগিলেন। উভয় পক্ষ তুমুল সদ্ধ করিলে, কামান ও বন্দুক নিঃস্তত গোলাগুলি ও শবাসননি:স্বত শরদি সমরাঙ্গন আবৃত করিয়া সৈন্যগণের গাত্রে নিপতিত হইতে লাগিল। বাঙ্গালীর মানসিংহের সৈন্য বিনষ্ট করিতে প্রবৃত্ত হইল। সেনাপতিসদৃশ সূৰ্য্যকান্ত দশসহস্র সৈন্য বিনাশ করিলেন এবং রুড পৃষ্ঠদেশ হইতে আগমন পূৰ্ব্বক মানসিংহকে আক্রমণ করিয়া বিশ সহস্র সৈন্য বধ করিলেন। গৈ দেখিয়া স্কুলোষ্ঠ, কৃষ্ণবর্ণ, বীর, বিকৃত নন, কুঞ্চিতকেশ ও রাক্ষসসদৃশপ্রকৃতিসম্পন্ন হাবলী সৈন্যের সহিত আমীরগণ মানসিংহের আদেশামু1ারে রুডার প্রতি ধাবমান হইয়া মুহুমুহুঃ গর্জনপূর্বক ভল্লাস্ত্র ক্ষেপণ চুরিয়া অনেক সৈন্য বধ করিলেন । বসুন্ধরা রুধিরে প্লাবিত হইল । ংশ সহস্র রাজপুত ও আফগান সৈন্য, সেনাপতি গাজী কর্তৃক চালিত