পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৫২ ] হইয়া স্বৰ্য্যকান্তকে আক্রমণ ও দশ সহস্র সৈন্য বিনষ্ট করিলে, বাঙ্গালীর প্রাণাশা ত্যাগ করিয়া যবনের হস্ত হইতে স্বৰ্গসদৃশ জন্মভূমি রক্ষা কর এই শব্দ করিয়া যুদ্ধ করিতে লাগিল, এবং বহুসংখ্যক রাজপুত, আফগান সৈন্য ও গাজীকে বধ করিল। মামুদ কর্তৃক চালিত হইয়া বিশ সহস্র তুরস্ক সৈন্য প্রতাপসিংহ দত্তকে আক্রমণ ও পাচ হাজার রথীকে বিনাশ করিয়া স্বৰ্য্যকাস্তকে আক্রমণ ও তাহার চক্র ছেদন করিয়া ফেলিল। সৈন্য বিনষ্ট হইতেছে দেখিয়া মহারাজ প্রতাপাদিত্য ক্রুদ্ধ হইয়া পাৰ্ব্বতীয় সৈন্ত ও ঢালীগণ সহ যমের দ্যায় মানসিংহকে আক্রমণ করিলেন। পাৰ্ব্বতীয় সৈন্তগণ অসি ও চৰ্ম্ম গ্রহণ করিয়া ব্যুহমধ্যে প্রবিষ্ট হইয়া, ঢালের দ্বারা বিপক্ষের সন্ধাননিবারণ, শত্রুদিগকে বধ এবং পুনঃ পুনঃ মার মার শকে হুঙ্কারধ্বনি করিয়া তাহাদিগকে প্রকম্পিত করিয়া নৃত্য করিতে লাগিল। তাহারা কখন একত্রে ও কথন স্বতন্ত্রভাবে সমবেত হইয়া বামে, দক্ষিণে ও বৃহমধ্যে অবস্থিতি করিয়া কখন বা অদৃশুভাবে, কখন নিকটে, কথন দূরে এইরূপ বিচিত্র গতিতে অদ্ভূত যুদ্ধ করিলে মানসিংহ ভীত হইলেন। তাহার কাহাকে পদাঘাতে, কাহাকে মুষ্ট্যাঘাতে কাহাকে খড়গাঘাতে এইরূপে পঞ্চবিংশ সহস্র সৈন্ত বিনাশ করিয়া হাস্ত করিতে করিতে রণক্ষেত্রে নৃত্য করিতে লাগিল। তদনন্তর ঢালীগণ মদন দ্বারা চালিত হইয়া সিংহনাদ করিতে করিতে মানসিংহকে আক্রমণ ও সপি প্রভৃতির আঘাতে তাহার বাহন ঘোরদর্শন হস্তী ছেদন করিলে, তিনি লম্ফ প্রদানপূৰ্ব্বক ভূমিতলে নিপতিত হইলেন এবং স্বয়ং অসি ধারণ করিয়া ঢালাদিগকে বধ করিতে লাগিলেন । তদর্শনে মামুদাদি সেনানীগণ স্বৰ্য্যকাস্তের সহিত যুদ্ধ পরিত্যাগ করিয়া হাহাকার করিতে করিতে র্তাহার নিকট রক্ষার্থ উপস্থিত হইল এবং প্রাণের আশা পরিত্যাগ করিয়া যুদ্ধ করিতে লাগিল। স্বৰ্য্যকান্ত, রুড ও প্রতাপসিংহ দত্ত তাহাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হইয়া