পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ to ) মল্লবর্ষণ করিতে লাগিল । মানসিংহ সপির আঘাতে জর্জরিত হইয়া পােচ ক্রোশ দূরে গমনপূৰ্ব্বক সৈন্য স্থাপন করিয়া দুঃখিত অস্তঃকরণে আপন শিবিরে গমন করিলেন। সন্ধ্যা সমাগত দেখিয়া বঙ্গেশ্বর বিপক্ষের গতিবোধের জন্ত সৈন্ত স্থাপন করিয়া জয়বাদ্য বাজাইযা আপন শিবিরে আগমনপূৰ্ব্বক মহানন্দে রাত্রি অতিবাহিত করিলেন। রাত্রি প্রভাত হইলে , প্রতাপাদিত্য দেবীকে পূজা ও বর লাভ করিয়া সৈন্যসহ রণক্ষেত্রে উপস্থিত হইলেন। উভয় পক্ষ ঘোরতর যুদ্ধ করিয়া পরস্পবের অনেক সৈন্ত বিনাশ কবিল । বগী রথীর প্রতি, পদাতিক পদাতিকের প্রতি, অশ্ব ও গজ অশ্ব ও গজের প্রতি ধাবিত হইয়া জয়াশায় লোমহর্ষণ যুদ্ধ করিতে লাগিল। তুবন্ধ সৈন্যiণ ক্রোধান্ধ হইয়া বঙ্গসৈন্যকে আক্রমণ ও গুলিবর্ষণ কবিয়া দশ সহস্ৰ সৈন্ত ও প্রতাপসিংহ দত্তকে বধ কলিল, তদশনে বঙ্গসেন পলায়ন কবিতে লাগিল। বন্ড তৎক্ষণাৎ আপন সৈন্তসহ উপস্থিত হইয়া তাঙ্গদিগকে পুনৰ্ব্বার সমবেত করিলেন। তিনি সেনানী মামুদকে বিনষ্ট কবিয়া অবলীলাক্রমে দশ হাজবি তুরস্ক সেনা ধ্বংস করিলেন এবং মানসংহের প্রতি ধাবমান হইলেন । তদর্শনে মানসিংহ ছ:থসস্তপ্ত হৃদয়ে হাব সী সেনা ও দশ জন আমীরের দ্বাবা চালিত বাজপুত ও আফগান সৈন্তসহ কডাকে আক্রমণ ও অনেক সেনা নাশ করিলেন । মদন, স্বৰ্য্যকান্ত, সুখ, ও রঘু শীঘ্র রুডার নিকট উপস্থিত হইয়া মানসিংহের প্রতি অন্ধবর্ষণ করিতে লাগিল ও অনেক সৈন্ত বিনষ্ট করিল। হাব সীরা বৃহ উঠতে নির্গত হইয়া ভল্লাস্ত্র দ্বারা পঞ্চ সহস্ৰ বঙ্গ সৈন্য বিনষ্ট করিল। তদশনে কতকগুলিকে রুড, কতককে মদন, কতককে সুখ, কতককে ও অবশিষ্ট হাব সীকে স্বৰ্য্যকান্ত বিনষ্ট করিল। এইরূপে দশ হাজার গণসী ঘোরতর যুদ্ধ করিয়া যুদ্ধক্ষেত্রে হত হইল । ২৩