পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిdఅ ] র্তাহার তুল্য বীর হয় নাই, হইবেও না। তিনি কৃতান্ততুল্যই ব.1ন। রাঘব এই সকল বাক্য শ্রবণ করিয়া বলিলেন, আপনার কথা সত্য টে। বঙ্গাধিপ মহাবীর, সমরজ্ঞ এবং তাহার তুল্য বীর হয় নাই, হইবেও না। কিন্তু পিতৃদ্রোহী জীবিত থাকিলে পৃথিবী ধৰ্ম্ম শূন্ত ও স্বষ্টিনাশ হইলে । যে যশোহরেশ্বরীর প্রসাদে রাজা এতাদৃশ পরাক্রমশালী হইয়াছেন, একটা বৃদ্ধ স্ত্রীর স্তন ছেদন করায় তিনি তাহাকে পরিত্যাগ করিয়াছেন। তিনি তাহার সেনাপতিস্বরূপ, ও যশোহবের রক্ষয়িত্রী। যখন দেবী কর্তৃক তিনি পরিত্যক্ত হইয়াছেন, তপন আর ভয় কি ? দেবী আমার নিকট আগমনপূৰ্ব্বক বলিয়াছেন, যুদ্ধে বঙ্গাধিপ পতিত হইবেন । ইহা শুনিয়া মনসিংহ বিস্ময়াপন্ন হুইয়। দেবীর স্তব করিতে লাগিলেন। হে পদ্মালয়বাসিনি। পামুখি, পাপুপপ্রিয়া, পদ্মিনী, পদ্মহস্ত, পদ্মমালাবিভূষিতা, স্পষ্ট ও ংহারকারিণি, মহিষাসুদনাশিনি, ভদ্রকালী, কপালিনী, দুর্গে, শিলে, ক্ষমা, ধাত্রি, স্বাঙ্গ ও স্বধরূপিণী, জয়ন্তী, মঙ্গল, কালী, ভদ্রকলা কপালিনী, মধুকৈটভঘাতিনি, জনাৰ্দ্দনী, আমাকে জয় ও যশ প্রদান করুন। আপনি বিমুখ হইলে আর উপায় কি ? আপনাকে নমসুল । দেবী সন্তুষ্ট হইয়। আকাশবাণী দ্বারা বর প্রদান করিলেন যে, ভূমি জয়লাভ কৰিবে । * তচ্ছ বণে বাজা মানসিংহ সমাধি অবলম্বন করিলেন। প্রাতঃকালে বঙ্গাধিপ হৃষ্টচিত্তে দেবীর মন্দিরে গমন করিয়া মহামাযাব পূজা করিয়া স্তব করিলেন । হে ত্ৰিজগৎপূজো, কাত্যায়নি, শিবে, দুর্গে, মহিষমৰ্দ্দিনি, শরণ্যে, গিবিরাজমতে, জগন্মাতঃ, আপনার শরণ লইলাম, শর বিনাশ করিয়া জয় প্রদান করুন। অজ্ঞান ও মোহবশত: অপরাধ

  • কেদার রায়ের সহিত যুদ্ধেও ঐরূপ প্রবাদ আছে।