পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ७८१ j কবিয়া থাকিলেও হে কালিকে আমাকে ক্ষমা, এবং সৰ্ব্ব প্রকাৰ ভয় হইতে লক্ষ করুন। শিলাময়ী স্তব শ্রবণ করিয়া বিমুখ হইলেন। রাজা পুনৰ্ব্বার স্তব করিলেন। হে অনাদ্যে, পবমাবিদ্যে, প্রধানপুরুষেশ্বরি, প্রাণাত্মিকে, প্রাণশক্তি, উত্তম, উন্মস্তভৈরবী, উন্মুক্তকেশী, সৰ্ব্বহিতৈষিণী, জয়া, জয়ন্তী, জননী, জলকপা, জন্মনাশবহিত, কালি, জগন্ময়ি, জগজ্জননি, সৌম্য, দ্বৈতবর্তিতা, ব্ৰহ্মকপিণি, নীলকণ্ঠের মনোরমা, আপনাকে নমস্কার। আমি মৃত্যুভয়ে ভীত নহি, প্রাণ অর্পণ কবিলাম, শ্ৰীপাদপঙ্কজে স্থান ও নিৰ্ব্বাণ প্রদান কবন। তদন্তর রাজা স্বৰ্য্যকান্তকে সমস্ত বৃত্তান্ত অবগত কবইস বলিলেন, অদ্য যুদ্ধে আমার নিশ্চয় মৃত্যু হইবে। অতএব আমাল মৰণাস্তে তুমি কি করিবে বল । স্বৰ্য্যকাস্ত প্রতিজ্ঞা করিলেন যে, মানসিংহকে বিনষ্ট কলিয়া যশোহর রক্ষা করিব,নতুব সমরাঙ্গনে প্রাণ পবিত্যাশ কপিল । কুমাল উদয়াদিত্যও প্রতিজ্ঞ করিলেন শক্র বিনাশ কবির। এতচ্ছ বণে বঙ্গাধিপ সষ্টচিত্তে ব্রাহ্মণভোজন করাইয়া যুদ্ধান কপিলেন। তিনি পথিমধ্যে কুস্তকার, তৈলকার, ব্যাধ, সাপুড়ে, দেবল, বৃযবাহী, শৃদশাদ্ধান্নভোজী, শূদ্রান্নপাচক, শূদ্রান্নযাজক, গ্রামযাজক, বৈদ্য, শূকর, গৃধ, হিংসক, মুষিক, পল এবং দক্ষিণ দিকে শিবাদি নানাপ্রকার অমঙ্গল দৃষ্টি করিলেন। তিনি গঙ্গান্ধঢ় ভক্টর। মানসিংহের নিকট আগমনপূর্বক বলিলেন হে বাজেন্দ্র, তুমি ধৰ্ম্মল ত ইক্ষাকুবংশজাত হইয়া কি নিমিত্ত যবনের দাস হইলে ? তোমার কুলে রঘু, রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শক্রয়, অনারণ্য, মান্ধাতা, প্রভৃতি জন্মগ্রহণ করিয়া সৎকীৰ্ত্তি স্থাপনপূর্বক দেবত্ব প্রাপ্ত হইয়াছেন। যে পাশে পূৰ্ণব্ৰহ্ম রামচন্দ্র জন্মগ্রহণ করিয়াছেন, তুমি সেই বংশোদ্ভব হইয়া ও মৃত্যুভয়ে কি নিমিত্ত স্বধৰ্ম্ম পরিত্যাগ করিলে ? ক্ষত্ৰিয়ের যুদ্ধে মরাই ধৰ্ম্ম। আমি যবনের উচ্ছেদসাধনে প্রতিজ্ঞা করিয়াছি । কি নিমিত্ত আমার