পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৫৮ } প্রতিজ্ঞা ভঙ্গ করিবার নিমিত্ত তুমি বদদেশে আগমন করিলে ? ইহা শুনিয়া মানসিংহ লজ্জিত হইয়া বলিলেন, ঘোর কলি আগত হইয়াছে, আমার দোষ কি ? আমার সমভিব্যাহারে দিল্লীশ্বরের নিকট আসন, সমস্ত দোষ শান্তি করিয়া আপনাকে চক্রপাল করিব । তাহা শুনিয প্রতাপাদিত্য মহাকুদ্ধ হইয়া বলিলেন, কি নিমিত্ত কাপুরুষোচিত বাক্য প্রয়োগ করিলেন, শীঘ্র দ্বন্দ্বযুদ্ধ দিন। মানসিংহ তথাস্তু এই বাক্য প্রয়োগ করিয়া দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হইলেন। উভয়েই যুদ্ধশেষ হওয়া পৰ্য্যন্ত আপনাপন সৈন্তকে স্থির থাকিতে আদেশ দিলেন। উভয়পক্ষে নানাপ্রকার অস্ত্রশস্ত্রাদি নিক্ষেপের পর বঙ্গাধিপ মানসিংহের বাহন হস্তী, কবচ, শরাসন, পরিচ্ছদ, পাগড়ী, প্রভৃতি ছেদন করিলে, তিনি ভূতলে মূৰ্ছিত হইয় পতিত হইলেন। তৎপরে চৈতন্তলাভ করিয়া অসিযুদ্ধের নিমিত্ত বঙ্গাধিপকে আহবান করিলেন। মহারাজ প্রতাপাদিত্য হস্তী হইতে ভূমিতলে অবতরণ পূৰ্ব্বক অসিযুদ্ধে প্রবৃত্ত হইয় মানসিংহের চৰ্ম্মচ্ছেদন ও মুষ্ট্যাঘাতে র্তাহাকে ভূপাতিত করিলেন। তদনন্তব যেমন তিনি মানসিংহেব বক্ষে উপবেশন করিয়া তাহাকে বধ করিবার নিমিত্ত অসি উত্তোলন করিলেন, অমনি পশ্চাৎ হইয়া কচুরায় অতর্কিতভাবে তাহার নিকট আগমনপূৰ্ব্বক খঙ্গসহ তাহার দক্ষিণ হস্ত ছেদন করিয়া পলায়ন করিলেন। বঙ্গাধিপ মূৰ্ছিত হইয়া ভূতলে পতিত হইলেন। তদর্শনে স্বৰ্য্যকান্ত ও কুমার উদয়াদিত্য ঘোরতর যুদ্ধ করিয়া বিংশ সহস্র সেনা বধ করিলেন। কচুরায় পুনৰ্ব্বার তুমুল সংগ্রাম করিয়া তাহাদিগকে এবং বঙ্গাধিপের অন্তান্ত সেনাপতি রুডা, মদন মাল ও সুখ৷ সহ সমস্ত সেনা বিনষ্ট করিলেন । মানসিংহ সমরে জয়লাভ করিয়া কচুরায়কে বাদসাহের আদেশানুসারে রাজ্য প্রদান ও প্রতাপাদিত্যকে লৌহপিঞ্জরে বদ্ধ করিয়া দিল্লী প্রেরণ