পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ రి&న ] বলেন। পথি মধ্যে বঙ্গাধিপের মৃত্যু হইল। তিনি মহাকীৰ্ত্তি বিস্তার করিয়া স্বর্গে গমন করিলেন। প্রতাপাদিত্যের অপর পুত্রের নাম মুকুটমণি, মুকুটমণির পুত্র রামেশ্বর, তাহার পুত্র গৌরীচরণ। ইনি ভুলুয়ায় বাস করেন। রাজা বসন্তরায় দান ও গ্রহণের দ্বারা শ্রেষ্ঠত্ব লাভ করিয়াছেন। যেমন মহারুদ্রতেজ ব্ৰহ্মাণ্ডে প্রকাশমান, সেইরূপ র্তাহার কুলও মহীতলে পরিব্যাপ্ত। তিনি নব গুণসম্পন্ন কুলীন, ও কুলীনের অধিপতি, তাহাব কুলমাহাত্ম্য বর্ণনা করি এরূপ সাধা নাই। মন্দাকিনীজলের ছায় তাহার কুল নিৰ্ম্মল, তত্তল কুলীন হয় নাই, হইবেও না । তাহাব সস্তান, সন্ততি যে যে স্থানে বাস করিয়াছেন, সেই সেই স্থানে তাহার গোঁববই প্রতিষ্ঠিত রহিয়াছে। বসন্তরায়ের কুলই শ্রেষ্ঠ ও তিনি গুহকুলের পদ্মস্বরূপ এবং পণ্ডিত। যে যে দ্বীপে ও পৃথিবীতে র্তাহার বংশধরগণ বসবাস কবিয়াছেন, সেই সেই দ্বীপ ও ধরণী ধন্ত । গোবিন্দরায়, চন্দ্ররায় নারায়ণ, জগদানন্দ, পরমানন্দ, শ্রীরাম, রূপরাম, বমাকান্ত, মধুস্থদন, মাণিক, রাঘব এই একাদশ জন রাজা বসন্তবায়ের পুত্র। তাহারা সকলেই সৰ্ব্বশাস্ত্রবিশারদ । তন্মধ্যে গোবিন্দ, রাঘব ও চন্দ্র এই তিনজনই মহামানী, বলসম্পন্ন ও কুলেশ্বর । গোবিন্দ ও চন্দ্র প্রতাপাদিত্য কর্তৃক নিহত হন। চন্দ্রের পুত্র রাজারাম। রাজা বসন্ত রায় সপুত্র নিহত হইবার সময়ে ইনি মাতুলালয়ে ছিলেন, এই নিমিত্ত প্রতাপাদিত্যের হস্ত হইতে অব্যাহতি পাইয়াছিলেন। তাহার পুত্র নীলকণ্ঠ ও গ্যামসুন্দর। মুকুন্দদেব, নবনীত, ব্রজমোহন, ও ব্রজকিশোর নীলকণ্ঠের পুত্র, মুন্নগরবাসী ও রাজা । শ্ৰীকৃষ্ণ, নন্দকিশোর ও কৃষ্ণকিঙ্কর শু্যামসুন্দরের পুত্র। র্তাহার কুলীন, যেমন চন্দ্রের তেজ ব্রাহ্মাগুমগুলে প্রকাশমান তদ্রুপ র্তাহাদের কুলমাহাত্ম্যও মহীতলে পরিব্যাপ্ত।