পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩০ ] এই মতে কতক দিন যায় রাজকৰ্ম্মে সমস্তই রাজা বসন্ত রায় পূৰ্ব্ব মত করেণ মহারাজা অন্তঃকরণে বিচার করিয়া দেখিলেন পুত্র দুর্জন কনিষ্ঠ ভ্রাতা তদনুরূপ শিষ্ট এবং তাহার সন্তানেরাও আছে। আমার আর ব্যাপক কালের বিষয় নহে অতএব যদিত আমি থাকিয়া এ রাজ্যের একটা বিলি বন্ধান না করিয়া দেই তবে আমার পরে ইহারদের মধ্যে আত্মাকলহ যথেষ্ট হবেক অতএব আমি থাকিয়৷ ইহারদের অংশের নিষ্পত্তি করিয়া দিব। এ মতে এক দিবস রাজা প্রতাপাদিত্যকে ডাকিয়া কহিলেন পুত্ৰ আমার শেষ দসা অতএব আমার পরে তোমার খুল্লতাত কৰ্ত্তা। এখন যে মত আমি তাহার ও ছাল্য পিল্যা গুলিন আছে তাহারদের প্রতিপালনও তোমার আবশ্যক অতএব আমি জিজ্ঞাসা করি তোমাকে আমারদের পরে তুমি কি তাহারদিগকে প্রতিপালন করিতে পারিবা যেমত আমি করিতেছি তোমার খুড়ারদিগে। তাহাতে প্রতাপাদিত্য নিবেদন করিল মহারাজ আপনে থাকিয়৷ ইহাব একটা বন্ধান করিয়া রাখুন নতুবা পশ্চাতকাল বেতন্ট হওনের আটক হবেক না (৪১) অতএব এখন নিষ্পত্তি করিলে ভাল ইহাতে মহারাজ রাজ৷ বসন্ত রায়কে নিকটে ডাকাইয়া বিষয়ঞ্জ করিয়া দশানি ছয় আনি ভাগের নিরাকরণ কাগজ পত্র দোরস্ত করিয়া দস্তাখতি২ করাইয়া আপন জিম্বা রাখিলেন। (৪২) এই মতে কতক কাল গত হইল সকলেরেই সন্তান বৃদ্ধি হইল ইহাতে তাহারা বৃহৎ গোষ্ঠী হইলেন। রাজ প্রতাপাদিত্য বিচার করিয়া পিতার স্থানে নিবেদন করিলেন পিতা আমার ইচ্ছা আমি আর একখান স্বতন্তর পুরী নিৰ্ম্মান করি নতুবা এস্থানে কিঞ্চিত কাল পরে স্থানাভাব হবেক অতএব আমি ইহার একটা বন্ধান করিতে চাহি অনুমতি হইলে প্রবর্ত হইব । মহারাজা বললেন এ সৎ পরামর্শ। রাজা বসন্ত রায়কে ডাকিয় কছিলেন।