পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ రిఆ8 ] নির্ণয় করা কঠিন । ক্ষিতীশবংশাবলীচরিতের সহিত ইহার কোন কোন স্থানের অনৈক্য আছে। অন্নদামঙ্গল ক্ষিতীশবংশাবলীর পর রচিত হয়, কিন্তু এই কারিক ক্ষিতীশবংশাবলীর পূৰ্ব্বে কি পরে লিখিত হল তাহা বুঝা যায় না। কারিকায় বর্ণাশুদ্ধি ও ব্যাকবণাশুদ্ধি যথেষ্ট আছে। অধিকাংশ কুলগ্রন্থে এই সকল দোষ দৃষ্ট হয়। তাহা হইলেও এক দিন এই সমস্ত কুলগ্রন্থ বাঙ্গালীজাতির প্রকৃত ইতিহাসরূপে গৃহে গৃহে বিদ্যমান ছিল। এক্ষণে তাহার বন্ধীকস্তুপের গর্ভে নিহিত! কাজেই বাঙ্গালাব ইতিহাসের জন্য আমাদিগকে বিজাতীয় ও বিদেশীয়গণের মুখাপেক্ষ করিতে হইতেছে।