পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ૭૭ ] পৃড়িলে মানুষের নিস্তার নাই। যে দিন মহারাজ স্ত্রীলোকটর স্তন কৰ্ত্তন কবিয়া দেন, সেই দিন রাত্রিতেই তাহার পরমারাধ্যা দেবী ভগবতী যশেরেশ্বরী দক্ষিণ দিকে মুখ না রাখিয়া পশ্চিম দিকে মুখ রাখিয়া অবস্থিত রাতলেন। তাহার আবাস-মন্দিরও দক্ষিণ মুখ ত্যাগ করিয়া পশ্চিম মুখে অবস্থিত রহিল। মহারাজ প্রাতঃকালে উঠিয়া এই অদ্ভূত ঘটনা স্বচক্ষে দশন করিয়া অবাক হইয়া পড়িলেন। তখন তিনি র্তাহার সাধককবি অবিলম্বসরস্বতীকে ইহার কারণ অনুসন্ধান করিতে কহিলেন। সরস্বতী মহাশয় ভাবিয়া দেখিলেন, ভগবতী বিমুখ হইয়াছেন, সুতরাং মহারাজের আর নিস্কৃতি নাই। তখন তিনি অনন্তে পায় হইয়া মহারাজের আদেশক্রমে চণ্ডী পাঠ করিয়া যশোরেশ্বরীর প্রতিসম্পাদনে কৃতসংঙ্কল্প হইলেন। চণ্ডী পাঠ আরম্ভ হইল । চণ্ডীগ্রন্থের প্রথম শ্লোক হইতে তিনি ভক্তিভরে ও বিশুদ্ধভাবে পাঠ আরম্ভ করিলেন । পাঠ করিতে করিতে যখন তিনি এই শ্লোকে ভগবত্য কৃতং সৰ্ব্বং ন কিঞ্চিদবশিষ্যতে । যদয়ং নিহত: শত্রুরস্মাকং মহিষাসুরঃ ॥ আসিয়৷ পড়িলেন, তখন তিনি ‘কৃতং সৰ্ব্বং” এই পাঠ না করিয়া ভ্রান্তিক্রমে “হৃতং সৰ্ব্বং” এইরূপ পাঠ করিয়াই ফেলিলেন। চণ্ডীপাঠে কোন স্থানে ছন্দোদোষ, শব্দদোষ বা কোনরূপ দোষ ঘটিলে পুনৰ্ব্বার ‘প্রথম শ্লোক হইতেই পাঠ করিয়া দোষক্ষালন করিতে হয়, ইহাই শাস্ত্রের বিধান । অনন্তোপায় হইয়া অবিলম্বসরস্বতী চণ্ডীগ্রন্থের প্রথম হইতেই দ্বিতীয়বার পাঠ আরম্ভ করিলেন। পাঠ করিতে করিতে যখন তিনি উক্ত শ্লোকে আসিয়া পড়িলেন, তখনও তাহার মুখ হইতে “হৃতং সৰ্ব্বং” এই দুষ্ট পাঠ নির্গত হইল। এইরূপ দুষ্ট পাঠ করায় মনে মনে নিতান্ত অমঙ্গলের আশঙ্কা করিয়া তিনি তৃতীয় বার গ্রন্থের প্রথম শ্লোক হইতে পাঠ