পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৬৯ ] আরম্ভ করিলেন। এবারেও র্তাহার নিস্কৃতি নাই। উক্ত শ্লোক পাঠ করিতে করিতে “হৃতং সৰ্ব্বং” তাহার মুখ দিয়া বাছির হইল। তিন বারেই উপযুপিরি তাহার এরূপ ভ্রান্তি হওয়ায় তিনি বিষম প্রমাদ গণিতে লাগিলেন। অবশেষে তিনি মনের দুঃখে পুথি গুটাইয়া মহারাজকে কহিলেন, “আর আমি চণ্ডী পাঠ করিব না। যশোৰেশ্বরী আমাদের প্রতি বড়ই বিরূপ হইয়াছেন।” চণ্ডী পাঠ করিয়া ভগবতীকে প্রসন্ন করা অসম্ভব হইল। মহারাজ বিষম বিপদে পড়িলেন। তিনি অবিলম্বসবম্বতী ও কয়েক জন পণ্ডিতের সহিত পরামর্শ করিয়া হাত-চালা দিবার কথা প্রস্তাব কবিলেন । ভগবতী যশোরেশ্বরী বিমুখ হইয়াছেন কেন, তাঙ্গ জানিবার জন্যই হাত-চালা দিবার প্রস্তাব হইল। নির্দিষ্ট শুভদিনে শুভক্ষণে হাত-চালা আরস্ত হইল । হাত-চালায় নিম্নলিখিত শ্লোকটী উঠিয় ছিল ;– (>) শুস্তস্ত্রিলোকবিজয়ী নিহতো নিশুম্ভঃ সংগ্ৰামমূদ্ধনি ময় মহিষাস্থরেইপি । সাহহং সুরাম্রনরার্চিতপাদপদ্ম কীটোপমেন মনুজেন কৃতাপমান ॥ যে গুস্ত নিশুম্ভ জিনিয়াছে ত্রিসংসার, তাহাদেরো করিয়াছি জীবন-সংহার। যে দুষ্ট মহিষাসুর খ্যাত চরাচরে, তাহারেও বধিয়াছি সম্মুখসমরে। কিবা দেব দৈত্য, কিবা মানব সকল, অবিরল পূজে মম চরণ-কমল । २0