পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ لاك ] প্রতাপাদিত্য আর একখান পূরী করিবেন তাহতে তোমাতে তাহার স্থান নিরুপন কর তাহাই করিলেন যশহর পূরীর দক্ষিণ পশ্চিম ভাগে একস্থান তাহার নাম ধুমঘাট। (৪৩) সেই স্থানেই প্রতাপাদিত্যের পশন্দ হইল। অতঃপর বাটীর নকসা অনুক্রমে গড় সমেত তৈয়ার করাইলেন গড় ও বাট ও সহর বাজার চারি পাঁচ বৎসরে যাইয়া তৈয়ার হইল। তাহার আনপূর্বক বিবরণ লিখা যাইতেছে। - যশহর পূরীর বন্ন না। (৪৪) চারিদিগে গড় তাহার দীঘ প্রস্থ এক এক দিগে পাচ২ ক্ৰোষ আয়াতন গড় প্রসস্তে একশত হাত বিংশতি হাত ভিতর গড়ের উপর মৃত্তিকার পোস্ত ত্রিংশতি হাত উচ্চ গোড়ায় ষাইট হাত মাথায় দশ হাত এ কেবল মাটিয়া পোস্ত । পোস্তার বাহির ভাগে গড় তাহার দুই পাশ্ব এবং মধ্যস্থল সামুদাইক রেকতায় গ্রস্থিত। গড়ের মধ্যভাগে কোর হইয়া মাটিয়া পোস্ত লাগিয়া দশ হস্ত পরিসর দেয়াল গাথন মাটিয়া পোস্তার মস্তক পর্যন্ত এবং পোস্তার ভিতর পাশ্বেও সেই মত পাঁচ হাত প্রশস্ত প্রস্তরের দেয়াল। দুই পার্থের দেয়ালের মাথায়২ খিলান তৎ পরে সেই খিলানের উপরে আর পাচ হাত দেয়াল উচ্চই হইয়া সেই স্থানে মুরচাবন্দি দশ২ ব্যামান্তরে এক২ তোব রাখিবার স্থল এবং আয়োজন সমেত তেবে সেই স্থানে নিয়োজিত ও তোবচিন এক২ তোবের সাতে দুই২ ব্যক্তি এবং তাহারদের রহিবার স্থান তথা হইল। এই মত তোব গড়ের চারিদিগে ও চারিদিগে চারি দ্বার তাহার উপরে নৈবত খান । জন্ত্রী নানান প্রকার জন্ত্র সমেত সে স্থানে আছে দণ্ডে২ প্রহরে২ সায়াহ্নে ও প্রভাতে তাহারদের নিয়মামুযায়ি সময়েতে বাস্তধবনি করিতেছে। তাহার উপরিভাগে ঘড়ি ঘর তাহাতে তরে বতরো ঘড়ি বড়িয়ালের দণ্ডে২ তাহারদের কাংস্ত ঝাজের উপরে মুগের ক্ষেপন করি, তেছে। তদুপরি মন্দিরের আকার চূড় তাহার নাম ঘণ্টাঘর তাহাতে