পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ७२ ] বৃহত সত নদীয় ঘণ্টা কলে বান্ধ হইয়া দোলায়মান সময়ক্রমে ঘণ্ট বাদক কল ফিরাইলেই আপনা হতে ঘণ্ট ঠনাঠন শব্দ করে। চারি দ্বারে গড়ের উপরে লৌহ নিৰ্ম্মিতি বলের পুল কল সত্যুক্তে প্রস্তুত হইয়া আছে দ্বারপালের সে পুল ক্ষেপন করিলে গড়ের উপর বন্ধিমত লোকেরদের গতায়াতে পথ হয় সময় ক্রমে কল আকর্ষণ করিলে পুল উঠিয়া দ্বার বন্ধ করে। এই মত সৰ্ব্ব দ্বারে সকলেই আপন কার্য্যে নিযুক্ত। গড়ের পোস্তার নিচে প্রথম দিব্য বাগান এক পোয় পথ প্রশস্ত চাবি দিগে সমান নানা প্রকার মেওয়া গাছ ও পুষ্প কানন ও মধ্যে অপূৰ্ব্ব কেয়ারি ও রহিবার রম্যস্থল। পরে সৈন্তের স্থল চারি দিগেই সমান আয়াতন। তৎপরে চারি দিগে সহর বাজার গোলা ও গঞ্জ বহুমতে খরিদ ফ্রোক্ত হইতেছে দেশ দেশের মহাজন লোক গতায়াত করিয়া খরিদ ফ্রোক্ত করে। এই মত সহর বাজার চারি দিগে অৰ্দ্ধ ক্রোশ প্রসস্ত পরে দ্বিতীয় গড় তাহার সমস্তই এই মত। পরে তৃতীয় ও চতুর্থ ও পঞ্চম গড় সমস্তই একি সরঞ্জাম । পঞ্চমীয় গড়ের মধ্যে অপূৰ্ব্ব শোভাকর পূরী আয়তন সৰ্ব্ব সমেত দেড় ক্রোশ দীর্ঘ ও প্রসস্তে ও সেই মত। রাজার পুরের শোভা অতি মনোহর আখ্যান ভব হেন্দোস্থানে এমত পূর কখন কেহ করিতে পারেন না । তাহার প্রথমত চতুদিগে নগর বেষ্টিত এক পরিপাটির রাস্ত সে রাস্ত পার হইয়া গেলে দিব্য সহর হাট বাজার গোলা গঞ্জ তাহার স্থানে ২ ভিন্ন২ সামিগ্রি সকল বিক্রয় হইতেছে লোকেরা দালানের মধ্যেতে বসিয়া ক্রয় বিক্রয় করে নানাবিধ সামিগ্রি তাহার স্থানেই পরিপুন্ন চারি দিগেতেই এই মত নগর। পৃথকহ পটি তাহা অতি শোভাকর। তাহার এক২