পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুবাদ । নকীপুর পরগণা। নকীপুর একটি ক্ষুদ্র পরগণা। ইহা যমুনা নদীর বামতীরে অবস্থিত। ইহার উত্তরে ধুলিয়াপুর পরগণা এবং দক্ষিণে ও পূৰ্ব্বে সুন্দরবন। ইহার প্রধান গ্রামের নাম ঈশ্বরীপুর ; ঈশ্বরীপুরকে সাধারণতঃ যশোর বলিয়া থাকে। শু্যামনগরও একটি প্রসিদ্ধ গ্রাম। যে স্থান হইতে যমুনা ও ইচ্ছামতীর বিচ্ছেদ হইয়াছে, এবং ইচ্ছামতী আপনার পূৰ্ব্ব নাম বা কদমতলী আখ্যা গ্রহণ করিয়াছে, তাহার অৰ্দ্ধ মাইল দক্ষিণে ঈশ্বরীপুর অবস্থিত। ইচ্ছামতী ঈশ্বরীপুরের চারিপঞ্চমাংশ বেষ্টন করিয়া সুন্দরবনের দিকে চলিয়া গিয়াছে। যে সমস্ত নৌকাবাহী সুন্দরবনে গমন করে, যশোর তাহদের নিকট বিশেষরূপে পরিজ্ঞাত। কারণ, তাহাতে অনেকগুলি পানীয় জলের পুষ্করিণী থাকায় তাহারা তথা হইতে পানার্থ জল লইয়া থাকে । যশোর ও তাহার সমীপস্থ সুন্দরবনের নিকট একটি প্রাচীন নগরের ভগ্নাবশেষ দৃষ্ট হইয়া থাকে, এবং সেই স্থান অদ্যাপি গুমঘর ( ধূমঘাট) নামে অভিহিত হয়। ঈশ্বরীপুর ও তাহার নিকটে নিম্নোক্ত প্রবাদ প্রচলিত আছে। গুমঘর প্রতাপাদিত্য নামে একজন পরাক্রমশালী রাজার রাজধানী ছিল । বাঙ্গলার যাবতীয় রাজার মধ্যে তিনি সৰ্ব্বশ্রেষ্ঠ ছিলেন। প্রতাপাদিত্য বিশাল অট্টালিকা শ্রেণীর দ্বারা আপনার রাজধানীকে বিভূষিত করিয়াছিলেন, তদ্ভিন্ন প্রজাহিতৈষী রাজার স্তায় তাহাতে ভ্রমণ-স্থান, ও মসজীদ, মন্দিরাদি নিৰ্ম্মাণ, পুষ্করিণী ও কূপখনন প্রভৃতিও করিয়াছিলেন। ঈশ্বরীপুরে তিনি কালিকাদেবীর এক মন্দির ও একটি