পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৮৩ ] খাচায় একযোড়া সুন্দর পারাবত লইয়াছিলেন। তন্দ্বারা বাদসাহের নিকট হইতে অনুগ্রহলাভের আশা করিয়াছিলেন। কিন্তু যাত্রার পূৰ্ব্বে তাহার অনুচরদিগকে এইরূপ বলিয়াছিলেন যে, তাহার প্রাণদণ্ডের আদেশ হষ্টলে তাহার পরিবারগণ নৌকারোহণে নদীতে গমন করিয়া তাহার গর্ভে নিম জ্জিত হইবে। রাজা বাদসাহের নিকট আনীত হইলে, তিনি ভূতলে পতিত হইয়া বাদসাহের নিকট দয়া ভিক্ষা ও দেবী কর্তৃক প্রলোভিত হওয়ায় পূৰ্ব্বে আপনার সুশাসনের কথা নিবেদন করেন। বাদসহ রাজার দোষ ক্ষমা করিয়া তাহাকে নিস্কৃতি প্রদান ও রাজ্য প্রত্যপণ করেন। কিন্তু ভাগ্য এ সময়ে তাহার প্রতি অপ্রসন্ন হইয়াছিল। তিনি বাদসাহ দরবারে যাইবার সময় পারাবতের খাচার দ্বার উন্মুক্ত করিয়া যান। পক্ষিদ্বয় তখ হইতে পলায়ন করিয়া ঈশ্বরীপুর উড়িয়া যায়। তাহাদিগকে দেখিবামাত্র রাজার পরিবারবর্গ তাহার উপদেশানুসারে নদীগর্ভে আত্মবিসর্জন দেয়। রাজা বাদসাহের নিকট প্রত্যাগমন করিয়া আপনার দুর্ভাগ্যের কথা জ্ঞাপন করিলে বাদসহ তাহাকে এমন একটি দ্রুতগামী অশ্ব প্রদান করেন, যাহাতে আরোহণ করিয়া তিনি ঈশ্বরীপুর উপস্থিত হইয়া আপন পরিবার বর্গের প্রাণ রক্ষা করিতে পারেন। সেই অশ্বে আরোহণ করিয়া প্রতাপদিত্য ঈশ্বরীপুর উপস্থিত হন। কিন্তু তংপূৰ্ব্বে র্তাহার পরিবারবর্গ নিমজ্জিত হইয়াছিল। তিনিও তাহদের পথামুসরণ করিয়া নদীগর্ভে নিমজ্জিত হন। এইরূপে প্রতাপাদিত্যের ধ্বংস সাধিত হয় । * ইহার অব্যবহিত পরে গুমঘরে এক মহামারী উপস্থিত হয় ; সহস্ৰ সহস্ৰ লোক তাহাতে ধ্বংস মুখে পতিত হইয়াছিল। গুমঘর জনশূন্ত হইয় উঠে, এক্ষণে ইহা ব্যাস্ত্র ও অন্তান্ত বন্ত জস্তুর আবাস ভূমি। • রাজা চন্দ্রকেতু সম্বন্ধেই এইরূপ প্রবাদ অাছে। প্রতাপাদিত্য সম্বন্ধে এরূপ প্রবাদ সচরাচর শুনা যায় না, এবং তাহার কোন মূলই নাই।