পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ &సాe ] বিংশ জন সেনাপতি প্রতাপাদিত্য কর্তৃক পরাজিত হন। * অবশে ক্ষ রাজা প্রতাপাদিত্য বন্দী হইতে স্বীকৃত ও পরিশেষে পিঞ্জরাবন্ধ হই । দিল্লীতে প্রেরিত হন। পথিমধ্যে বারাণসীতে র্তাহার মৃত্যু হয়। রাজা প্রতাপাদিত্যের সময় সুন্দরবনের কতক অংশে লোকজনের বাসস্থান থাকিলেও বর্তমান সময় পৰ্য্যস্ত অধিকাংশ স্থানই জঙ্গলময় ও অনাবাদি । প্রতাপাদিত্য প্রভৃতির বিশেষ চেষ্টায় ইহার উন্নতি সাধিত হইয়াছিল। কিন্তু প্রতাপাদিত্যের বন্দী হওয়ার ও মৃত্যুর পর হইতে ইহার উন্নতির পথ রুদ্ধ হইয়া যায়। পরবর্তীকালে এই প্রদেশের উত্তম স্থান গুলিরই আবাদ হইয়াছে। এই স্থান মগ ও ফিরিঙ্গী জলদস্যগণ কর্তৃক লুষ্ঠিত হওয়ায় ইহার অধিবাসিগণ ভীত হইয়৷ এই স্থান পরিত্যাগ করিয়াছে। • রামরাম বস্তু ও তর্কালঙ্কারের গ্রন্থামুযায়ী আবরাম থা ও বাইশ আমীর প্রভৃতি সকলে পঞ্চবিংশ জন হন।