পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৪ ] প্রথক ২ আড়ঙ্গের রেসমি বস্ত্র তরোবতরে । শত ২ দোকান কোন স্থানেতে ফুলিচা গালিচা সতরঞ্চি মখমল । কোন দিগেতে কারোয়ানের ঘোড়া হাতী ওট খর গরু মেষ অজা ইত্যাদি পালে ২ লইয়া বসিয়া আছে । এই মত বৃহত শোভাকর সহর । তার পরে চারিদিগে চারি সরোবর নানাবিধ পুষ্প তাহাতে সুগন্ধ আমদ করে। বিলক্ষণ মিঠা জল বিস্তর ২ বিহঙ্গম তাহাতে জলক্রীড়া করে। চারি সরোবরের পার্শ্বেতে অপূৰ্ব্ব বাগান বিধানে ২ সহস্রাবধি পুষ্প তাহায় শোভা পাইতেছে। লক্ষ ২ মেওয়া বৃক্ষে পরিপূর্ণ। কত ২ মালিগণ তাহার তদবির কারক শোভান্বিত ফুলওয়ারি তাহাতে ভ্রমরা ভ্রমরি ঝঙ্কার দিতেছে। চতুৰ্দ্দিগেতে কোকিলেরা সুনাদ করিয়া বুলিতেছে আর আর পক্ষির ডালে ২ বেড়াইতেছে মউর পেকম ধরিতেছে খঞ্জনেরা নৃত্য করে সহস্রাবধি আর ২ পক্ষি চারিদিগে কলধ্বনি করিতেছে। এই মত শোভাকর উদ্যান । প্রথমত নগর বেষ্টিত বাট । তৎপরে সহর। তারপর সরোবর। তার পর উদ্যান ক্রমে ২ এ চারি স্থান। এ চারির আয়াতন এক ক্রোশ। তৎপরেতে চন্দ্রপ্রভ পুরির আরম্ভ। প্রথমত মল্লগণের ও অশ্ব ও গজ ও আর২ সওয়ারির পশুগণের রঙ্গভূমি অৰ্দ্ধক্রোশ প্রশস্তে পুরের চারিদিগ বেষ্টিত। ইহাতে দুৰ্ব্বা ঘাস জমাইয়াছে অৰ্দ্ধহাত পুর দুৰ্ব্ব সমশির। শত ২ মালিরা তাহার তদবির করে নিরবধি ছাপ ও সমশির রাখিতেছে। অতএব এইমত সে রঙ্গভূমি দুৰ্ব্ব যেন, সবুজ বর্ণ মখমলের হ্যায় দেখা যায়। ইহা ছাড়াইলে পুরির আরম্ভ। পুবে সিংহদ্বার পুরির তিন ভিতে উত্তর পশ্চিম দক্ষিণ ভাগে সরাসরি লম্বা তিন দালান তাহাতে পশুগণের রহিবার স্থল। উত্তঞ্জালানে সমস্ত দুগ্ধবতী গাভিগণ থাকে দক্ষিণ ভাগে