পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8०२ ' ] ৭ । বাদসহ এই বিদ্রোহী সামন্তকে দমন করিবার জন্য অনেকবাব সৈন্ত প্রেরণ করিয়াছিলেন, কিন্তু সুন্দরবনের অবস্থানের জন্ত প্রতাপাদিত্য তাহাদের আক্রমণ গ্রাহ করেন নাই। আমরা যে ক্ষুদ্র পুস্তকের কথা উল্লেখ করিয়াছি, তাহাতে লিখিত আছে যে, প্রতাপাদিত্য র্তাহার রাজধানী হইতে অনেকদূরে উন্মুক্ত স্থলে বাদসাহের সৈন্তের সহিত যুদ্ধ করিয়াছিলেন। কিন্তু ইহা সম্ভবপর নহে। তাহার বিরুদ্ধে যুদ্ধসজ্জা করা সাধারণ যুদ্ধ বলিয়া বিবেচনা করা যায় না। বিশেষতঃ এই বিষয়ে মুসন্মান ঐতিহাসিকগণের নীরবতা দেখিয় বোধ হয় যে, প্রতাপাদিত্যকে বন্দী করিতে চেষ্টা করা স্থানীয় বিদ্রোহ দমন করা ব্যতীত গুরুতর ঘটনা নহে। ৮। চাচড় রাজাদিগের বংশবিবরণে দৃষ্ট হয় যে, আকবর বাদসাহের অন্ততম প্রধান সেনাপতি আজিম থৰ্ণ প্রতাপাদিত্যের হস্ত হইতে কতকগুলি পরগণা বিচ্ছিন্ন করিয়া লইয়া তন্মধ্যে চারটি পরগণ তাহদের পূৰ্ব্বপুরুষকে প্রদান করিয়াছিলেন। তজ্জন্ত ইহ সম্ভবপর বলিয়া বোধ হয় যে, যদিও প্রতাপাদিত্য বাদসহিপ্রেরিত সৈন্যগণের সহিত যুদ্ধে জয়লাভ করিয়াছিলেন, এবং তাহারা তাহাকে বন্দী করিতে পারে নাই, তথাপি তিনি সম্পূর্ণরূপে পরাজিত হইবার পুৰ্ব্বে এই সকল যুদ্ধে র্তাহার ক্ষমতার ও সম্পত্তির কিয়ৎ পরিমাণ হ্রাস হইয়াছিল। ৯। প্রতাপকে সম্পূর্ণরূপে দমন করিতে না পারায় বাদসাহ বিদ্রহীে প্রতাপাদিত্যকে বন্দী করিবার জন্ত র্তাহার প্রধান সেনাপতি মানসিংহকে অনেক সেনা সহ প্রেরণ করেন । অনেক বাধা বিঘ্ন অতিক্রম করিয়া রাজা মানসিংহ প্রতাপাদিত্যেক্ষ দুর্গ অবরোধ করিয়া ও প্রতাপাদিতাকে বন্দী ও লৌহপিঞ্জরে আবদ্ধ করিয়া দিল্লী অভিমুখে যাত্র করেন। প্রতাপাদিত্য পথিমধ্যে বারাণসীধামে মৃত্যুমুখে পতিত হন।