পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুবাদ বাঙ্গলায় সুসময়ের আরম্ভ । ২৯তম অধ্যায় । এই ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ে কথিত হইয়াছে যে, এই বাঙ্গল-দেশ এই শত লীগ বা তিন শত ক্রোশ ব্যাপিয়া সমুদ্রতীরে অবস্থিত, এবং ইহার অধিবাসিগণের মধ্যে কতকাংশ পৌত্তলিক বাঙ্গালী ও কতকাংশ পাঠান মুসলমান। এই পাঠানের মোগলগণ কর্তৃক বিতাড়িত হইয়৷ বঙ্গদেশে আশ্রয় গ্রহণ এবং তাহাদের এক রাজার অধীনে রাজ্য সংস্থাপন করে। ( ১ ) তাহারা বাঙ্গালীদিগকে কোনরূপ অধিকার প্রদান করিত না । মোগলের পরিশেষে প্রধান প্রধান ব্যক্তিসহ তাহীদের রাজাকে নিহত করে। কিন্তু তাহারাও অধিক দিন রাজ্য ভোগ করিতে পারে নাই। মোগলেরা দ্বাদশ জনের অধীন দ্বাদশ ভাগে বিভক্ত দেশ জয় করিলে, তাহাদের মধ্যে প্রত্যেকে আবার আপনাপন রাজ্য অধিকার করিয়া লয়, এবং তাহারাই এক্ষণে প্রকৃত রাজ্যাধিপতি। তাহার কাহারও অধীনতা স্বীকার করে না। যদিও তাহারা আপনাদিগকে রাজার স্তায় পরিচিত্ত করিয়া থাকে, তথাপি তাহার রাজা নামে অভিহিত হয় না। তাহারা ভূইয়া (beyons) নামে কথিত হয়, ও রাজ AS DDDDD Dg BB BB DDS BBkDS DB BB DB BBB স্বাধীন রাজ্য পিত করিালি দাউদ তালিয়শেৰ ৰাণীৰ মল।