পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 88૭ ] iাজাকে আমার আগমন-সংবাদ জানাইলে তিনি একজন প্রধান ব্রাহ্মণ দ্বারা জামাকে অভ্যর্থনা করিয়া পাঠান। সোমবারে তাহার সহিত সাক্ষর করা স্থির হয়। আমাদের সহিত সাক্ষাতে তিনি প্রীত হইয়া অনেক মালাপাদি করিয়াছিলেন । ( ৯ ) চ্যাণ্ডিকানে যাইতে আমরা পথিমধ্যে দক্ষ্যগণ কর্তৃক আক্রান্ত হইয়াছিলাম। তাহার পর আমি শ্ৰীপুরে উপস্থিত হই, তথায় আমি ফনসেকার পত্র পাই, তিনি আমাকে বাউসের সহিত ডায়েঙ্গায় যাইতে লেখেন। আমি তাহার পর অত্যন্ত পীড়িত হই, এমন কি আমার জীবনের আশা পর্য্যস্ত ছিল না। আরোগ্যলাভ করিয়া আমরা ডায়েঙ্গা অভিমুখে যাত্রা করি। আমরা তথায় উপস্থিত হইয়া দেখিলাম যে, ইমামুয়েল ডি মার্টুস অন্তান্ত পটুগীজগণের সহিত আরকানাভিমুখে যাইতেছেন, আরকানরাজকে সন্মান প্রদর্শন করাই তাহাদের উদেশ্ব ছিল । র্তাহারা আমাকেও তাহাদের সহিত যাইতে অনুরোধ করেন, কিন্তু আমার দৌৰ্ব্বল্যের জন্য আমরা যাইতে অস্বীকৃত হই। হিয়ারোস মনটাইরে আমাদের পক্ষ হইতে একখানি পঞ্জ লইয়া আরাকানরাজের নিকট উপস্থিত হন। আরাকানরাজ আমাদের পত্রের এইরূপ উত্তর প্রদান করিয়াছিলেন। ‘আপনাদের পত্র পাইয়া আমি সস্তুষ্ট হইয়াছি। মার্টুস ও মণ্টায়ায় আপনাদের পক্ষ হইয়া কাৰ্য্য করিয়াছেন। আপনার পটুগীজদিগের সম্বন্ধে কোনরূপ বন্দোবস্ত করিতে চান, ও আপনাদিগের একটি গির্জাস্থাপন করারও ইচ্ছ। আপনার আরাকানে আসিয়া তাহ অনায়াসে করিতে পারেন। ও লোকদিগের নিকট খৃষ্টধৰ্ম্ম প্রচার করিতে পারেন। ইহার পর আমি ও বাউয়েস আরাকানাভিমুখে যাত্রা করিতে ইচ্ছা করি। আমরা ডায়েঙ্গায় ( > ) গাণ্ডৰানৰাজের সহিত পদৱীদিগের আলাপের বিবরণ উপক্ৰমণিকায় দেখ ৮