পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপস্থিত হইলে ফনসেক চ্যাণ্ডিকান অভিমুখে অগ্রসর হন। তিনি যখন বাকলা অতিক্রম করিয়া যাইতেছিলেন সেই সময়ে তথায় তিনি পৰ্টুগীজগণের সহিত সাক্ষাৎ করেন। তাহারা তাহকে তথায় অবস্থিতি করাইতে ইচ্ছা করিয়াছিল । তিনি বাকলার রাজার সহিত সাক্ষাৎ করিলে রাজা র্তাহার প্রতি অত্যন্ত প্রীত হইয় এইরূপ পত্র প্রদান করিয়াছিলেন। বাকলারাজ জেসুইটগণকে এইরূপ অনুমতি দিতেছেন যে, র্যাহার এক্ষণে বঙ্গরাজ্যে উপস্থিত আছেন, ও র্যাহারা আগমন করিবেন, তাহার আমার রাজ্যমধ্যে গির্জা নিৰ্ম্মাণ করিতে পারবেন, ও যাহারা স্বেচ্ছাপূৰ্ব্বক খৃষ্টধৰ্ম্ম গ্রহণ করিবে তাহাদিগকে উক্ত ধৰ্ম্মে দীক্ষিত করিতে পারিবেন, তজন্ত তাহারা আপনাদিগের স্বজাতি, সন্মান ও পদ হইতে বঞ্চিত হইবে না। খৃষ্টধৰ্ম্মে দীক্ষিত হইলে তাহারা আমার সরকার হইতে সাহায্য প্রাপ্ত হইবে । যাহারা ইহার অন্যথাচরণ করিবে তাহাদিগকে তিরস্কৃত হইতে হইবে। রাজার এইরূপ ক্ষমতাই ছিল । আমি বাকলায় যাইবার ইচ্ছা করিয়াছিলাম। কিন্তু আরাকান হইতে প্রত্যুত্তরের জন্ত অপেক্ষা করিতে হইয়াছিল। ফনসেক চ্যাণ্ডিকানে উপস্থিত হইলে আমি তাহার নিকট হইতে সংবাদ পাইয়াছিলাম। তিনি সে দেশ ও তথাকার রাজার সম্বন্ধে আমাকে লিথিয় পাঠাইয়াছিলেন। তথায় সমস্ত বিষয় সুচারুরূপে সম্পন্ন হইয়াছিল, সেখানে বাসোপযোগী কয়েকটি বাটী নিৰ্ম্মাণের প্রয়োজন ছিল । একটি গির্জার নিৰ্ম্মাণ প্রায় শেষ হইয়াছিল, উহাই বাঙ্গলার সৰ্ব্ব প্রথম গির্জা । ( ১০ ) (১৫৯৯ খৃঃ অব্দের ২২এ ডিসেম্বর তারিখ ডায়েঙ্গ হইতে ফার্ণাণ্ডেজের লিখিত। ) , , , . " ১৬০০খৃঃ অব্দের ২০এ জুন চ্যাণ্ডিকান হইতে মেলসিওর ডি ফনসেকা (১) চ্যাণ্ডিকানের গির্জা প্রথম ও হুগলী ব্যাণ্ডেলের গির্জা দ্বিতীয়।