পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 884 ) এইরূপ লিখিয়ছিলেন চাটিগ হইতে আমি চ্যাণ্ডিকানে উপস্থিত হই। এখানে আমি ও ডমিনিক সোসা সন্তুষ্টচিত্তে ও সুখে অবস্থিতি করিতেছি। আমরা আশা করি, আমাদের প্রব্রজ্য। ঈশ্বরকে সন্তুষ্ট করিবে, কারণ, তাহারই গৌরব প্রকাশের জন্য আমরা পরিভ্রমণ করিতেছি। নবেম্বর মাসে চাটিগ হইতে যাইবার সময় বাকলার কাপ্তেন ও অন্যান্ত পৰ্টুগীজগণের অনুরোধে তথায় অবস্থিতি করি। তাহার প্রায় আড়াই বৎসর কোনরূপ ধৰ্ম্মোপদেশ পায় নাই। আমি মনে করিলাম যে ভগবানের ইচ্ছায় আমি আরাকানে না গিয়া এখানে আসিয়া ভাল করিয়াছি। তথায় কেবল ফাৰ্ণাণ্ডেজকে দেখিবার জন্ত যাইবার প্রয়োজন ছিল । তিনি তখনও পৰ্য্যন্ত দুৰ্ব্বল ছিলেন। বাকলারাজ (১১) সামাদিগকে আহবান করিয়া পাঠান। আমি আমাদের সঙ্গী পটুগীজগণের সহিত তাহার নিকট উপস্থিত হই। রাজপ্রাসাদে পৌছিলে রাজা আমাদের নিকট দুইবার সংবাদ প্রেরণ করেন। আমরা গিয়া দেখি রাজা তাহার সন্ত্রান্ত লোক ও সেনাপতিগণসহ আসনে উপবিষ্ট আছেন। সুন্দর গালিচার উপরে সকলে উপবিষ্ট ছিলেন। তাহার সম্মুখে আর একটি গালিচায় রাজা আমাকে ও আমার সঙ্গীদিগকে বসিবার অনুমতি প্রদান করেন। পরম্পরের অভ্যর্থনার পর রাজা আমাকে জিজ্ঞাসা করেন যে, আপনারা কোথায় যাইবেন ? আমি উত্তর করিলাম যে, আমরা আপনার ভাবী শ্বশুর চ্যাণ্ডিকানরাজের নিকট যাইব । পরে আমি বলিলাম, আমরা যখন আপনার রাজ্যমধ্য দিয়া যাইতেছি, তখন আপনি আমাদিগকে আপনার রাজ্যে গির্জনিৰ্ম্মাণ ও লোকদিগকে খৃষ্টধৰ্ম্মে দীক্ষিত করার আদেশ প্রদান করুন। তিনি উত্তর , করিলেন যে, যাহারা ইচ্ছুক আমি তাহাদিগকে অনুমতি দিব। পরে তিনি (১১) এই সময়ে বাকলারাজের বয়স ৮ বৎসর ছিল উপক্ৰমণিকা দেখ।