পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 88૧ ] যে, আপনান্না আপনাদের বিশুদ্ধ চরিত্রের জন্ত লোকের শ্রদ্ধা আকর্ষণ করিয়া থাকেন। আমরা খৃষ্টধৰ্ম্মে দীক্ষিত লোকদিগের অবস্থানের জন্ত তাহার নিকট একটি স্থানের প্রার্থনা করি। তাহাদিগকে সচ্ছন্দভাবে থাকিবার জন্ত তিনি আমাদের প্রার্থন পূর্ণ করিয়াছিলেন। রাজা আমাদিগকে নানা প্রকারে সাহায্য ও দানে উপকৃত করিয়াছিলেন। পৰ্টুগীজেরাও আমাদিগকে ঈশ্বরপ্রেরিত জানিয়া অত্যন্ত প্রত হইয়াছিল। প্রধান পাদরী মহাশয়ের আদেশানুসারে আমরা এই প্রথম গির্জা স্থাপনে যথেষ্ট যত্ন লইয়াছিলাম। তাহাকে সুপ্রতিষ্ঠিত করিয়া আমরা সুন্দরব্রুপে । সজ্জিত করিয়াছিলাম। আমরা তথায় আনন্দোৎসব করিয়াছিলাম, এবং তাহাই বাঙ্গলার প্রথম পৰ্ব্ব । হিন্দুদিগের নিকট তাহাকে বিখ্যাত করিবার জন্য আমরা অনেক পরিশ্রম করিয়াছিলাম। পর্কের পূর্বদিনের সন্ধ্যাকালে ও পৰ্ব্বদিবস প্রাতঃকালে অনেক কাৰ্য্য সম্পাদিত হইয়াছিল। কামানশ্রেণীর প্রদর্শনে হিন্দুরা আশ্চৰ্য্যান্বিত হইয়াছিল । ( ১৩) রাজা আমাদের গির্জা দেখিবার জন্ত স্বীয় অমাত্যবর্গ পরিবৃত হইয়া আগমন করিয়াছিলেন। তিনি ইহার সাজসজ্জা দেখিয়া অত্যন্ত সস্তুষ্ট হইয়াছিলেন। তিনি শ্রদ্ধাসহকারে শূন্তপদে গির্জার মধ্যে প্রবেশ করেন, ও তাহার জন্য গালিচার উপর যে চেয়ার রক্ষিত হইয়াছিল তাহাতে না বসিয়া সোপানের উপর তিনি উপবিষ্ট হন। বেদীর উপর যে সমস্ত দ্রব্য ছিল তিনি তাহদের সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করিয়াছিলেন, এবং বাঙ্গলার মধ্যে ইহাকে প্রধান গির্জা করিতে প্রতিশ্রুত হইয়াছিলেন। সোমবার রাজপুত্ৰ ( ১৪ ) গির্জা ও তাহার সাজসজ্জা দেখিতে আসিয়া (১৩) পৰ্টুগীজগণ কর্তৃক বঙ্গদেশে ও ভারতবর্ষে বর্তমান যুগে কামান বলুক্ষের* द,वशंद्र श्रांद्धख श्ब्र । (১৪) এখানে উদরাদিত্যের কথা উল্লেখ করা হইয়াছে।