পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 88w J ছিলেন। এই সমস্ত দেখিবার জন্ত সহস্ৰ সহস্ৰ লোকের সমাগম হইত। পঞ্চদশ দিবস এই প্রকারে অতিবাহিত হইয়াছিল। অনেকে ধৰ্ম্মোপদেশ লাভের জন্ত ও অনেকে তাহদের পীড়া হইতে আরোগ্যলাভ করিবার জন্য আসিত। আমরা পবিত্র দীক্ষার জন্য অনেক ক্ষুদ্র পুস্তক বিতরণ করি, তাম। আমরা এখানে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপনের ইচ্ছা করিয়াছিলাম। কারণ তাহাতে আগত অনেকে সেবা শুশ্ৰষ দ্বারা সত্যধৰ্ম্ম অবগত হইতে পারিত। ফনসেকার পত্র হইতে এইরূপ অবগত হওয়া যায়। র্তাহার ও ফার্ণাণ্ডেঞ্জের পত্র হইতে বাঙ্গল দেশে ১৬০১ খৃঃ অব পর্য্যন্ত খৃষ্টধৰ্ম্মের অবস্থা সকলেই বুঝিতে পরিবেন। ১৬০২ খৃঃ অন্ধ পর্য্যন্ত বঙ্গদেশে খৃষ্টধৰ্ম্মের ভিত্তি | সুদৃঢ় হইয়াছিল। ৩০তম অধ্যায় । বঙ্গদেশে চারিজন পাদরী অবস্থান করিয়াছিলেন। র্তাহারা আপনাদের জন্য দুইটী আবাসস্থান প্রাপ্ত হইয়াছিলেন। ( ১৫ ) তন্মধ্যে একটি চ্যাণ্ডিকান রাজ্যে, এবং তাহাই বাঙ্গলার প্রথম গির্জ। পট গীজগণের বদান্ততায় তাহ অনেক স্মৃতি-ফলকের দ্বারা সজ্জিত হইয়াছিল। পর বৎসর পর্বদিবসে যুবরাজ ও র্তাহার কনিষ্ঠ ভ্রাতা রাজার আদেশে আগমন করিয়াছিলেন। রাজা স্বয়ংও অমাত্যবর্গসহ গির্জা দেখিতে আসেন। তিনি ইহাকে বাঙ্গলার সমস্ত গির্জা অপেক্ষ সুন্দর করিতে প্রতিশ্রত হইয়াছিলেন। ফলতঃ রাজা উক্ত গির্জা দেখিয়া এরূপ সন্তুষ্ট হইয়াছিলেন যে, তাহারা যাহ। প্রার্থনা করিত তাহাই প্রদান করিতেন, কিন্তু তাহারা তাহার (১৪) তাহার মধ্যে একটি চ্যাণ্ডিকানে ও একটি হুগলী ব্যাণ্ডেলে।