পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 84 » J করিয়াছিলেন ; তিনি আপনাকে সনদ্বীপের রক্ষকস্বরূপ মনে করিতেন। এই জন্ত পৰ্টুগীজগণ র্তাহার বিনানুমতিতে সনদ্বীপ অধিকার করায় তিনি তাহাদের প্রতি অত্যন্ত বিরক্ত হন, এবং তাহারা পাছে প্রবল হইয়া উঠে এরূপ আশঙ্কাও করিয়াছিলেন । তাহারা পেগুরাজ্যের সাইরাম বন্দরে একটি দুর্গ নিৰ্ম্মাণের চেষ্টাও করিয়াছিল। রাজা তথা হইতে তাহাদিগকে আক্রমণ করিতে ইচ্ছা করেন। তিনি ১৫০ খানি জেলিয়া বা যুদ্ধ জাহাজ সংগ্রহ করেন। তন্মধ্যে কতকগুলি ক্ষুদ্র ও কতকগুলি বৃহৎ ছিল, তাহদিগকে কার্ভস বলিত, এই কাৰ্ত্তসগুলি কামনাদির দ্বার সজ্জিত t পটুগীজগণ শ্ৰীপুর হইতে ১০০খানি কোষ নৌকা প্রাপ্ত হইয়াছিল, কেদাররায় ঐ সমস্ত নৌকা তাহাদিগকে প্রদান করিয়াছিলেন, আরাকানরাজের বিরুদ্ধে ইহারা উভয়েই মিলিত হইয়াছিল। ডায়েঙ্গ প্রভৃতি স্থানে যে সমস্ত পটুগীজ ছিল তাহারা তথা হইতে আপনাদের দ্রব্যাদিসহ জাহাজরোহণে স্থানান্তরে যাইবার জন্ত প্রস্তুত হইয়াছিল । কিন্তু চট্টগ্রামের পটুগীজগণ আরাকানরাজের অসদ্ব্যবহারের ভয়ে উক্ত স্থান হইতে দ্রব্যাদি পঠাইতে সাহস করে নাই। আরাকানরাজ এক আদেশপত্র দ্বারা মগদিগকে খৃষ্টান হইতে নিষেধ করিয়াছিলেন । এই কারণে তাহারা আপনদের ধনসম্পত্তি স্থানান্তরিত করিতে পারে নাই। সৰ্ব্বাপেক্ষ চাটিগার রাজা ( আরাকানরাজের পিতৃব্য ) তাহাদিগকে অক্ষম করিয়া ফেলেন, তিনি এইরূপ ঘোষণাপত্র প্রচার করেন যে, ব্যাণ্ডেলে সমস্ত দ্রব্য গৃহীত ইইবে। যদিও সে সময়ে চট্টগ্রামে কোন দ্রব্যের প্রয়োজন হইত না। ৮ই । নবেম্বর ইমামুয়েল ডি মার্টুস নদীচুম্বিত ডারেঙ্গাবন্দরে সসৈন্তে মগদিগের সহিত সাক্ষাৎলাভ করেন, এবং বহুসংখ্যক মগকে বিতাড়িত করিয়া দেন । কিন্তু ১০ই নবেম্বর আবার সংঘর্ষ উপস্থিত হয়। উক্ত দিবসে সনদ্বীপের অধিকার কার্ভালো মাটুসের সহিত মিলিত হইয় ৫০ খানি যুদ্ধজাহাজের