পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ saa ] ভাইকে নিরাপদে রাখিবেঙ্গ। কার্ভালো এই আশ্বাসে বিশ্বাস করিয়া মঙ্গে করিয়াছিলেন যে আরাকানরাজ হইতে নিরাপদ হইতে পারিলে তিনি চ্যাত্তিকামাধিপের উপকারের প্রতিশোধ দিবেন। এই প্রকারে তিমি চ্যাণ্ডি, কামরাজের প্রতি সন্মান প্রদর্শনের জন্য উপস্থিত হন। তিনি তিন খামি সুসজ্জিত রণতরী ৫০ খানি জেলিয়া ও একজন সাহসী সৈষ্ঠেয় সহিত উপস্থিত হন। রাজা প্তাহাকে সমাদরে অভ্যর্থনা করেন, এবং তাছাঙ্গ প্রতি অসামান্ত সদ্ব্যবহারের নিদর্শম প্রদর্শন করিয়৷ ষ্টাছাকে একটি স্বর্ণখচিত্ত পরিচ্ছদ ও বহুমূল্য অস্ত্র প্রদান করেন। রাজা তাহার নিকট প্রতিশ্রত ' হইয়াছিলেন যে, ৩ দিমের মধ্যে তিনি সমস্ত গোলযোগের শাস্তির জত BBBBBBBB BBB BBS BBBB S BDB BBB DDH D L D অতিবাহিত করেম। ইতিমধ্যে চ্যাণ্ডিকানাধিপ আরাকানদাজের সহিত গোপমে মিলল ভরিা কার্ভালোর প্রতিদৃষ্টি রাখিতে প্রতিশ্রুত হইয়া, র্তাহাকে তাহার রাজ্য আক্রমণ হইতে নিরস্ত করেন । এই প্রকার বিলম্বে এবং অন্তান্ত লক্ষণে তাছায়া বুঝিতে পারিলেন ষে, চ্যাণ্ডিকালাধিপের দরবারে গুপ্ত পরামর্শ চলিতেছে। অন্তান্ত পটুগীজগণ এবং বিশেষতঃ পাদরীর কার্ভালোকে এইরূপ পরামর্শ দিলেম যে, যতদিন রাজার প্রকৃত মনোভাব বুঝিতে ন পারা যায়, ততদিম তিনি স্থানান্তরে অবস্থান করেন । কার্তালে তৃতীয় ব্যক্তির দ্বারা রাজার নিষ্কষ্ট কথা চলাচল করিতে লাগিলেদ । তিনি সুরক্ষিত ভাবে জাৰায় দরবারে যাতায়াত করিতেন । তৎকালে দেশীয় লোকদিগের মধ্যে এরূপ কথা গুচারিত হইয়াছিল যে, রাজা কার্ভালোয় হত্যা সম্পাদন করিবেন। কিন্তু কার্জলো তাহাড়ে বিশ্বাসস্থাপন করিতে পায়েন নাই । রাজার কোল্প . কোন সেনাপতিকে সন্তুষ্ট করিবার জন্ত তিমি যশোরে রাজৰশ্নস্বারে উপস্থিত হন । তথায় ৩ নিম্ন গ্রাঙ্গার সহিত তিনি সাক্ষাৎলাভ কৰিতে পাঙ্কেন নাই ।