পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8> ) t কৰ্ম্মের দিনের দশ দিবস পূৰ্ব্বে বরাহুত ব্রাহ্মণগণ ও ভাট ফকির আর কঙ্গালি লোকেরা আসিতে প্রবর্ত হইল। বরাহুত সমস্ত লোকের রহিবার স্থল গড়ে২ নিয়োজিত হইয়াছে তাহবিদেল পরিচারক লোকের আইসন মাত্রেই তাহারদিগকে সাতে করিয়া বাসায়২ স্থল দেয় এবং তাহার ভক্ষ্য দ্রব্যের ভাণ্ডার সেই২ স্থানের সান্নিধ্য। ভাণ্ডাবিগণের সমাচার পাইলেই লোকের গণনা মতে সমিগ্রি দেয়। কোন লোক না পাইলাম - বাক্য কহিতে পারে না । রাজাগণ ও অধ্যাপক ও কায়স্ত ও বৈদ্য আর২ ব্রাহ্মণ লোকেরদের আগমন পাচ দিন থাকিতে আরম্ভ হইল। পৌছবা মাত্রেই পরিচারক লোকেরা আপন২ প্রভুরদের সেবাতে নিযুক্ত কদাচিৎ কাহ দিয়া কোন জুট হয় না। সকলেই আপনং বাসায় ভোজন পান গীত বাস্ত নৃত্যু ক্রিয়াতে সকলেই সদানন্দ । তা২ থৈ২ নৃত্য গীতে আমোদিত। ইহাতে বিমর্ষ কেহ নহে সকলেই সদানন্দ । এই মতে শতাবধি সহশ্রাবধি ত্ৰিবিধ প্রকার লোকের আগমণ হয় দিব। রাত্রি অবিরামে আসিতেছে। এই২ মতে ক্রিয়ার পূর্ব দিবস পর্যন্ত লোকেরদের আগমন হইল। সায়ংকাল তাগাদ আমদানির ক্ষমা পড়িল । ধূম ঘাট পঞ্চক্রোশি (৫৫) মানবারষ্ঠ হইল। হাট ঘাট বাট নগর চাতরে বালাখানা ও তহখানায় লোক পবিপূর খাও লও চতুদিগে এইমাত্র রব না পাইলাম বাক্য কাহার বদনে নিৰ্ম্মরে না । ভাওরিরা এক২ জনকে দশ জনের উপযুক্ত ভক্ষ্য দ্রব্য প্রদান করিল তাহাতে সমস্ত লোক ভোজন পানে পরিতোষ । চারি দিগে সাধুবাদ জয়ং কার ধ্বনি করিতেছে। সমস্ত লোকেরা এই মতে রজনী কাটিতেছ। অথ পূরের মধ্যে মহারাজ বসন্তরায় ঠাকুর তর্কপঞ্চানন ভট্টাচার্যাকে(৫৬)