পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ sas ) অনেক ভাল দ্বিভাষী ছিল, তথাপি যাহারা ধাঙ্গলা জানিত, তাহারা পটুগীজ ভাষা বুঝিত না, এবং যাহারা পটুগীজ জানিত, তাহারা বাঙ্গল বুঝিত না । ইহার খৃষ্টধৰ্ম্মে বিশ্বাস করিত না। কিন্তু আমি সে সমস্ত অসুবিধা দূর করিয়া ক্ষুদ্র ধৰ্ম্ম পুস্তকগুলি আয়ত্ত করিয়া খৃষ্টধর্মের উপদেশগুলিকে সত্য ধৰ্ম্ম বলিয়া হিন্দু ও অন্যান্ত লোকদিগের নিকট প্রকাশ করিতাম ও মুসলমান ধৰ্ম্মের প্রতিবাদ করিতাম । যে কৰ্ম্মচারীর প্রতি ঐ প্রদেশের ভার দ্যস্ত ছিল, তিনি আমাদের যাত্রাকালে আমাদের পক্ষ সমর্থন করিয়াছিলেন। আমরা অধিবাসিগণের নিকট হইতে সহানুভূতি পাইয়াছিলাম, এবং মোগল রাজ্যে উপস্থিত হই। আমরা চ্যাণ্ডিকানে (৭) গমন করি। তথাকার রাজা আমাদের আগমনের ংবাদ জ্ঞাত হইয়াছিলেন। আমরা অনেক বেশু ও দুষ্ট লোকদিগকে খৃষ্টধৰ্ম্মে দীক্ষিত করিয়াছিলাম। এই সংবাদ শুনিয়া অনেক ভারতবাসী খৃষ্টধৰ্ম্ম গ্রহণ করিয়াছিল । আমরা বেশুদিগকে বিধিমত বিবাহ দেওয়াইয়াছিলাম। রাঙ্গ আমাদিগের কার্য্যে আনন্দ প্রকাশ করিয়াছিলেন। রাজা আমাদের আগমন সংবাদ শুনিয়া আমাদিগকে লইয়া যাইবার জন্ত ংবাদ পঠাইয়াছিলেন ও নিজেও উপস্থিত হষ্টয়াছিলেন। তিনি আমাদিগের আতিথ্যের জন্য চাউল, ঘৃত, চিনি, ছাগশিশু পাঠাইয়াছিলেন। আমরা একটি মাত্র ছাগশিশু রাখিয়া আর সমস্ত ফেরত পঠাইয়াছিলাম । চ্যাণ্ডিকান রাজ্য একটি বৃহৎ প্রদেশ। ইহাতে ভ্রমণ করিতে প্রায়ু এক মাস সময় লাগে। (৮) উহা বৃহৎবন্দর (৯) ও পারুর (১) মধ্যে (৭) চ্যাণ্ডিকান সাগর দ্বীপ ও তাহার রাজা প্রতাপাদিত্য । - *. (৮) ইহা হইতে যশোর রাজ্যের বিস্তৃতির কথা বিশেষ রূপে জানা যাইতেছে। উপক্রমণিকা দেখ । ' ' , (*) दूइ९-वलग्न=cशांॉf ऑछि=क8ऽांश । (?•) शांङ्ग नसक्छ: शृङ्गै.इहेच.