পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 888 ) Dewanbati 91 Durga Charan Mitter’s Street, Calcutta. 11th April 1905. প্রিয় নবকৃষ্ণ, অনেক দিন হইল, তোমার কোনই সংবাদাদি পাই নাই। শারীরিক অসুস্থতা ও নানাপ্রকার সাংসারিক ঝঞ্চাটে “তৈলেঙ্কনচিন্তয়া” বন্ধু বান্ধবের খবর লওয়াও ঘটিয়া উঠে না। এখন এমনই হইয়াছে যে কোন উপলক্ষ ব্যতীত আর পত্রাদি লিখিতে যেন অবকাশ ঘটে না। অথচ সমস্ত সময়ই যে কাজে কাটে তাহাও নহে। যাহা হউক একটা বিষয়ের জন্ত তোমাকে পত্ৰখানি লিখিতেছি । উহা প্রতাপাদিত্য সম্বন্ধে । সম্প্রতি সাহিত্যপরিষৎ পত্রিকায় তোমাদের কলেজের মেঘনাদ বাবু ‘বিদ্যাধর’ নামে একটা প্রবন্ধ লিখিয়াছেন। তাহাতে বিদ্যাধরের বংশাবলীর একখানি মাড়ওয়ারী দলিলের উল্লেখ করির লিখিয়াছেন যে, অম্বরের শিলাদেবী কেদার রায়ের ছিলেন। তিনি প্রতাপাদিত্যকে কেদার রায় বলিতে চাহেন। তাহ হইলে শিগাদেবী যে যশোরেশ্বরী হন তাহাই মিলিয়া যায় ! কিন্তু কেদার রায় ও প্রতাপাদিত্য এক নহেন সুতরাং তাহার সে চেষ্টা বৃথা । এক্ষণে, তোমাদের ওখানে শিলাদেবী সম্বন্ধে প্রবাদ কি ? বাস্তবিক প্রতাপাদিত্যের সঙ্গে তাহার কোন সম্বন্ধ ছিল কি না। একখানি দলিল হইতে এতদিনের প্রবাদটি যে উড়িয়া যাইবে ইহাই বা কেমন? আর যদি সেখানে প্রতাপাদিত্যের সঙ্গে শিলাদেবীর কোন সম্বন্ধ থাকার কথা না থাকে, তাহ হইলে সে দলিলখানিই বা অগ্রাহ করা যায় কিরূপে ? এখানে এ বিষয়ে খুব আন্দোলন চলিতেছে। তুমি উহার বিশেষরূপ অমুসন্ধান করিবে, এবং উক্ত দলিলের একখানি অবিকল নকল (মাড়োয়ারী ভাষা অথবা যে ভাষায় থাকে) যাহাতে শীঘ্ৰ পাই তাহার চেষ্টা করিবে । ভারতচন্দ্র লিখিতেছেন : —