পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 88 | বাহিরে শুভলগ্নানুসারে মহারাজের অভিশেক করিয়া চকের মধ্যস্থলে স্ফটিক রচিত শোভাকর মঞ্চে দিব্য সিংহাসন শোভা করিতেছে তাহার। মধ্যে আসন করাইলেন মঞ্চের উপরে রাজা প্রতাপাদিত্যকে রত্ন অভরণে ভূষিত করিয়া স্বর্ণ টােপর মস্তকে দিয়া সিংহাসনে বসাইলে এককালে জন্ত্রীরা সমস্ত জন্ত্রে ধ্বনি করিলে বাদ্যের শব্দ অতিশয় হইয়া সমস্তকে কম্পিত কম্পমান করিলেক । একজন পশ্চাত ভাগে থাকিয়া রাজার উপরি ভাগে রত্ন খচিৎ ছত্র ধারণ করিল। আর২ শতই জন শেত চামর কৃষ্ণ চামর ব্যাজন করিতেছে এবং শত২ ময়ুর ছল লইয়া লোকেরা ডণ্ডবত হইয়া রহিয়াছে। মঞ্চের নিকট হইতে প্রায় চকের মুড়া পৰ্য্যস্ত দোকাতরি আসাবরদার ও চাপদার ও বান ও নিশান ও বরশি ও ভাল ঢালিয়াত শিপাহির সমস্ত ডাণ্ডাইল । দ্বারের উপর নকিব লোকের জয়ধ্বনি ফোকারিতেছে। মহারাজেব জয় হওক২। এই মত রব চারিদিগে উঠিল। গড়ের উপরের তোবচিন লোকেরা এক কালিন সমস্ত তোবের দেহড় করিল। বন্দুক ওয়ালা বর কন্দাজের ও সেই মত করিল। সৰ্ব্বত্রে জয়২ কার ধ্বনি হইলে সভাস্থ রাজাগণ ক্রমে২ সভা হইতে উত্থান করিয়া যৌতুক প্রদানে সন্তাষিত হইতে ছেন । এই২ মতে ক্রমে২ সমস্ত রাজাগণ সম্ভাষাকরণের পরে আর২ প্রধান২ লোকেরা উত্থান করিয়া যৌতুক দেওনের ছলায় সম্ভাষা করিলেন। পরে কটুম্বাস্ত রঙ্গ বন্ধু বান্ধব যাবদীয় সকলেই সেইমত। এবং মহারাজার প্রধান২ চাকর লোকের নজর প্রদান ও ডগুবত ও প্রণামাদি করিয়া আপন২ নিরূপিত স্থানে ডাণ্ডাইলেন। পরে সমস্ত চাকর ও রাইয়ত লোক নজর দিয়া প্রত্যক্ষ আলাপে সন্মানিত:হইল। এই২মতে মহারাজা এ ক্রিয়া শাঙ্গ করিয়া দ্বিজ সভায় গতি করিয়া পণ্ডিত এবং আর দ্বিজগণ সমস্তকেই যথেষ্ট সন্মান করিয়া বাসায় বিদায় করিলেন র্তাহারদিগকে।