পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৫০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & oc ) brought with him the idol of Silla Devi with promises that he would offer the usual sacrifices to it.” আমেরের পূজারীদিগের নিকট হইতে প্রাপ্ত বংশাবলীর উল্লেখ চারণ রামনাথ কৃত পুস্তকে আছে। এবং ঠাকুর ফতেসিংহও “বংশাবলী” অবলম্বন করিয়া লিখিয়াছেন, ইহা শুনা যায়। - এই দুই সন্ত্রান্ত ব্যক্তির লিখিত আখ্যান অবশ্যই প্রামাণ্য । তবে সকল কথাই যে ভ্রমপ্রমাদশষ্ঠ তাহ বলা যায না। অষ্টা কথার আলোচনা এস্থানে না করিয়া মোটের উপর এই বলা যাইতে পারে যে, প্রতাপাদিত্য বিজয়কালে মানসিংহ কেদার বায়ের বাজ্য তাত্রিমণ করিয়াছিলেন এবং তাহার কন্যার পাণিগ্রহণ করিয়া ও তহবি ইষ্টদেবতা শিলাদেবীকে লইয়৷ সন্ধি করেন, এবং তঁtহার রাজ্য তঁহকে প্রত্যপণ করেন । দ্বাদশ ভৌমিকেব বুত্তান্ত সুবিস্তব ভাবে লিখিত হ ইলে কালে কেদার রায়ের বৃত্তান্তও লিখিত হইবে আশা করা যায় । আজ এই বিষযে অাব অধিক লেখার প্রয়োজন নাই । প্রতাপাদিত্য গ্রন্থ লিখিবাব আয়োজন করিতেছি, এই বিরাট সংবাদ ত তোমার “ঐতিহাসিক চিত্রের’ সংবাদ স্তন্তে ইতিপূৰ্ব্বেই প্রকাশিত করিয়৷ দিয়াছ। ঈশ্বরেচ্ছায় সে ইচ্ছা ফলবতী হইলে বড়ই আনন্দের বিষয় হইবে । কিন্তু হইবে কি না, “ প্রশ্ন ইহাই এখন।” ভাল কথা, ঠাকুর ফতেসিংহ প্রতাপাদিত্যের নাম উল্লেখ না করিয়াই *feta disso the country of the Brahmaputra of Tästga এই বর্ণনা অতিসংক্ষিপ্ত বুঝিতে হইবে। “Raja Kaidar Nath of Oodey.” এই “উদয়” তাহ হইলে কেদারনাথের রাজধানী। এই স্থান কোথায় কোন সন্ধান লইতে পার কি ?