পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৫০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ما ه به ) চারণ রামনাথ বারটে লিথিয়াছেন—প্রতাপাদিত্যের ভ্রাতুপুত্র হরিরায়কে প্রতাপাদিত্যের রাজ্য প্রত্যপণ করা হয়। একথা কতদূর সঙ্গত ? কচুরায় “যশোরজিৎ” উপাধির সহিত রাজ্য পাইয়াছিলেন। এই ত জানি। এই “হরিরায়ের” কথা তাহা হইলে কি ভুল ? - ভরসা করি সমস্ত বিষয়ে আলোচনা তোমার দ্বারা অতি পরিপাটিরূপে সম্পন্ন হইবে । এপ্রেল মাসের পত্রের প্রত্যুত্তর জুন মাসে লিখিতেছি। অপরাধ লইবে না । আমি এই সময়ের মধ্যে নিশ্চিন্ত ছিলাম না, চিন্তা ও অনুসন্ধানে সময় ক্ষেপণ করিয়াছি, এবং “তৈলেঙ্কন চিন্তার” ও পীড়ার যন্ত্রণাও ভোগ করিয়াছি। এখানে প্লেগের নূতন আবির্ভাব হওয়াতে খুব হৈ চৈ হইয়া গেল। আজ এই পর্য্যস্ত , ইতি তোমার—শ্ৰীনবকৃষ্ণ । দ্বিতীয় পত্র । শ্ৰীশ্ৰীদুৰ্গ জয়পুর সহায় ১•ই জুন । প্রিয় নিখিলনাথ — প্রথম পত্র পাঠাইবার পর, বংশাবলীর মূল পাইয়াছি, তাহ জয়পুর ভাষায় লিখিত। উক্ত বংশাবলী নামক হস্তলিখিত পুথি হইতে মানসিংহের পূৰ্ব্বাঞ্চল-বিজয়-বৃত্তান্ত লিথিয়া পাঠাইলান। তাহার বঙ্গানুবাদও প্রদত্ত হইল। ইতি নবকৃষ্ণ “পাছে কোই দিন পাছে পূর্ব মাছ চট্যা। গজনীপুর নীলোদ মে বা বণারস কাশীমে জার অমল কীলু। কাশীমে মানমন্দির বনায়ো ।