পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৫০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( e ob ) মুনৈ ছল লীয়ে আপকী মরজী হোয় সে কীজে। যদি মাতা নৈ সমুদ্র মে নাষি দীনী। জদি রাজা মানসিংঘজী কো দেবী আবাজ দীন—সে৷ সমুদ্রমে নাষি দীনা ছৈ। সে উঠা স্থ কাট লীজ্যো মেহ তোস্থ প্রসন্ন হুবা। জদি রাজা মানসিংঘজী কেদার রাজা নে দবাব দীয়ে জদি রাজা তো জাজি মে বৈঠ ভাঁজে। আর দীবাণ নে মানসিংঘজী কোঠৈ ভেজ্যে সে দীবাণ অপি মিল্যে । যদি রাজা মানসিংহজী উকী বেটী মাগী। যদি রাজা কেদার দেণী করী। আর মিলাপ হুবো । জদি নীজর করী। যদি আপ ফুরমাই সে থারে রাজ ছৈ সে তোনে দীনূ। যদি সলাম করি পাছে সমুদ্র মে মাতা ছী জীঠাব স্ব কাটি লীনী । অর অরজ করী—মাতা অপ ফুরমাবো জী মণফক পূজন কর । জদি মাত৷ কহী—মাহরৈ বলদান নিতি হুবা জাসী জীঠে থারে। রাজবণ্যো রহসী । অর মে ভী রহস্তে । জী দিন বলদান রোজীন হোতে রহজাসী জী দিন থারো মহারো বচন পূরো হোসী। জদি আপ কবুল করী। অর মাতা নেলে আয় । অর বংগালা নে পূজন সোপো অর উঠা স্থ কুচ করি আয়া” । ( মানসিংহ ) পুনরায় কিছুদিন পরে পূর্বাঞ্চলে গেলেন । তথায় গজনীপুর, নীলোদ ও কাশীতে গিয়া ঐ সকল স্থান দখল করিলেন ও কাশীতে মানমন্দির নিৰ্ম্মাণ করাইলেন। পরে পাটনায় গিয়া উক্ত স্থান অধিকার করিলেন এবং তথায় বৈকুণ্ঠপুর স্থাপন করিলেন। পরে গয়ায় গিয়া তথায় ৪৫টী শ্রদ্ধ করিলেন । জগন্নাথ ( পুরী ) অঞ্চলের দিকের সমস্ত পূৰ্ব্বাঞ্চল উসমান পাঠানের অধিকারে ছিল । তথায় গিয়া তাহার সহিত যুদ্ধ করিয়া জয়লাভ করিলেন ও তাহার সমস্ত রাজ্য অধিকার করিলেন। পরে পুরী ( জগন্নাথ ) আসিয়া জগন্নাথদেবের যথাবিধি পূজা ও স্থাপন করাইলেন। অনস্তর উমরের সহিত যুদ্ধ করিয়া তাহাকে বধ