পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৫০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( , , o ) বলিলেন, “তোমার ও আমার মধ্যে যে অঙ্গীকার ছিল, তাহ পূর্ণ হইল।” তথন রাজা বলিলেন, “আমাকে আপনি ছলনা করিলেন, আপনার যাহা অভিরুচি করুন,” পরে মাতাকে সমুদ্রমধ্যে নিক্ষেপ করিলেন । তখন দেবী মানসিংহকে সম্বোধন করিয়া কহিলেন, "আমাকে সমুদ্রমধ্যে নিক্ষেপ করিয়াছে, এখান হইতে আমাকে উঠাইয়া লও, আমি তোমার প্রতি প্রসন্ন হইয়াছি।” ইহার পর রাজা মানসিংহ কেদার রাজাকে হারাইয়াছিলেন। রাজা জাহাজে করিয়া পলাইলেন এবং দেওয়ানকে মানসিংহের নিকট পাঠাইলেন, দেওয়ান মানসিংহের সহিত সাক্ষাৎ করিলে পর মানসিংহ রাজা কেদারের কষ্ট প্রার্থনা করিলেন । রাজা দিতে অঙ্গীকার করায় উভয়ের মিলন হইয়া গেল, এবং কেদার রাজা মানসিংহকে নজর করিলেন। মানসিংহ কহিলেন তোমার রাজ্য তোমায় দিলাম। কেদার রাজা সেলাম করলেন । পরে মানসিংহ সমুদ্র হইতে মাতাকে উঠাইলেন এবং নিবেদন করিলেন, “মাত আপনি আজ্ঞা করুন, আমি সেই মত আপনার পূজা করিব।” তখন মাত কহিলেন, “যতদিন পৰ্য্যন্ত প্রত্যহ আমার নিকট বলিদান হইতে থাকিবে, ততদিন তোমার রাজ্য অটল থাকিবে। আর আমিও থাকিব । যে দিন হইতে নিত্য বলিদান বন্ধ হইবে, সেই দিন তোমার সহিত আমার অঙ্গীকার পূর্ণ হইবে।” রাজ্য ইহাই স্বীকার করিলেন, এবং মাতাকে লইয়া আসিলেন এবং বাঙ্গালীদিগকে ইহার পূজার ভর সমর্পণ করিলেন। অনন্তর, তথা হইতে কুচ করিয়া যাত্রা করিলেন । “বংশাবলী’ পুথির কিঞ্চিৎ পরিচয়” এই হস্ত লিথিত পুথির সঙ্কলয়িত কে, তাহা জানা যায় না। গ্রন্থের