পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 84 ) তৎপরে আপনারদের স্বশ্ৰনী সভায় যাইয়া প্রথমে রাজা বসন্তরায় খুল্লতাতের পদে নত হইয়া পড়িলে আপনি রাজা ভ্রাতুষ্পুত্র কুমার বাহাদুর রাজাকে ক্রোড়ে করিয়া শির চুম্মনে বিস্তারিত সমাদব করিলেন এবং আর২ সকলেরি সহিত মিলনের পরে অন্তঃপুরে গমন করিলেন । সে স্থানে রাজার গুরু পরম্পরা রাণী ঠাকুবানীরা পূৰ্ব্বেই মঙ্গল রচণা করিয়া রাখিয়াছিলেন তদানুরূপ সাঙ্গত্য করিয়া রাণীকে রাজার বাম পাশ্বে একত্তর রাখিয়া বরণ ইত্যাদি নারী ব্যবহার মঙ্গলাচর করিয়া ঘবের মধ্যে দিব্য পুষ্প শয্যায় বসাইয়া মঙ্গল আরতি করিয়া যৌতুক রাজাও দিলে সকলকে পরিচা মতে সন্মান রক্ষা করিলেন । বাহির ভাগে যাবৎ বরাহুত লোক পৃথক২ স্থানে রাজা বসন্তরায় আপনে যত্ন পূৰ্ব্বক সকলকে মিষ্টান্ন পক্কান্ন ভোজন করাইয় পরিতোষ করিলেন। সৰ্ব্বত্রেই জয় কার ধ্বনি । পরাহ্নে যথেষ্ট সন্মানে রাজা ও পণ্ডিত ও আর২ দ্বিজগণ এবং প্রধান২ কায়স্ত ও বৈদ্য আর২ যে কেহ ছিল সকলকেই বিদায় করিলেন । পরদিবস বরাহুত লোকের দিগকে প্রতিজনেরে এক বৎসর কাটানের উপযুক্ত অর্থ দিয়া বিদায় করিলেন ইহাতে মুখ্যাতিব ধ্বনি দেশ বিদেশ আসমুদ্র হইল মহারাজার যশ সৰ্ব্বত্রেই ঘোষণা । স্বশ্রেণী লোকের দিগকে নিমন্ত্রণ দিয়া একদিবস পক্তি ভোজন হইল। এবং সকলেরি সন্মান পূর্বক আপনং স্থানে বিদায় করণের পরে একমাস তাগাদ যশহর পুরের সকলের অবস্থিতি ধূমঘাট ছিল। তাহার ও সন্মানিত হইয়া আপন২ স্থানে যাত্রা করিলেন। এই মতে এ কার্য্যের সম্বুলন श्ठेज । রাজা প্রতাপাদিত মহারাজ হইলেন। তাহার রাণী মহারাণী। বঙ্গ ভূমি অধিকার সমস্তই তাহারি করতলে। এইমতে বৈভবে কতক কাল