পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 84 ঠাওরাইলাম বুঝি কোন রাখাল ইত্যাদি লোক এ বনে অগ্নি দিয়া থাকিবেক তাহাতে রাত্রে প্রজ্বলিত হইয়াছে। প্রাতে ঘোড় শোয়ারিতে যাইয়া দেখিলাম বন পূৰ্ব্ব মতই আছে বরং অধিক তেজস্ব। দুই তিন দিবস হইতে আমি এই মত২ দেখিতেছি। মহারাজা আমাকে ভ্রান্ত জ্ঞান করিবেন এ পরাভয় প্রযুক্ত নিবেদন করি নাই। অদ্য সেইস্থানে এক আশ্চৰ্য্য ক্রিয় হইয়াছে। রাখাল ছোক্ররা প্রত্যহ ঐ মাটে গরু ছাড়িয়া দিয়া ঐ খানে খেলায়। অদ্য তাহারা পূৰ্ব্বমত করিয়াছিল তাহাতে সেই স্থানে একটা টিপি আছে বনের ফুল ইত্যাদি সেই ঢিপিতে সাজাইয়া নিরূপিত করিল এক কালীঠাকুরাণী এবং ফুল দিয়া সেই টিপিতে পূজা করিল। ওই রাখালদের কেত নিরূপিত হইল কৰ্ম্মকর্তা। কেহ পুরোহিত। তাহারদের কেহ ছাগল। একগাছ হোগলা ঘাশ আনিয়া নিরূপণ করিল খড়গ । পরে ছাগল নিরূপিত ছোকরা উবুড় হইয় পড়িলে বলিদান কারক নিয়োজিত হোগলার খড়গ উঠাইয়া এক কোপ মারিল তাহার ঘাড়ে তাহাতেই তাহার শিরচ্ছেদন হইয়া বেগে রক্ত ছুটিল ছোকরা ধড়ফড় করিতে লাগিল। অন্তহ ছোকরা পলায়নপর পরে সে শিরকটি ছোকরার মাতা পিতা নালিস করিলে অন্তই ছোকরারদিগকে আক্রমন করিয়া আনা গিয়াছে। সমস্ত ছোকরার এই মত কহে এবং সে কাটা শব সেই স্থানেই আছে এবং তাহার পিতা মাতার চৌকিদার। রাজা এ আশ্চৰ্য্য কথা শ্রবণ মাত্রেই সমস্ত সভাসমেত উত্থান করিয়া আপন২ জনারোহনে সেই স্থানে গেলে খোজ সেনাপতির বাক্য তৎমতে বিদিত হইল। দেখিলেন সে চিপিতে নানা প্রকার ফুল সাজাইয়াছে এবং মুণ্ড কাটা ছোকর ও সে হোগলার খাড়া রক্ত মিশ্রিত। রাজ আরং ছোকরারদিগকে নিকটে ডাকিয়া বিবরণ তৎমতে জ্ঞাত