পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ &రి ] টাকা এক হাতি আর পাচ ঘোড়া দেহ উহাকে । ইটাতকারের কারণ এই মতে প্রাপ্তি আমার হইল। সেখানে যদিত দেরি করিতাম আর কতেক পাইতাম এই মত মহারাজা প্রতাপাদিত্য তাহার তুল্য কোন কেহ নাই হেন্দোস্থানে। অতএব প্রতাপাদিত্যের ডোলার কন্যা হইলেন থাশ বেগম। (৬২) মহারাজার সময়তে তিনি এক দিবস কল্পতরু হইয়াছিলেন। (৬৩) তাহার নিয়ম এই । যে যাহা যাচিঞা করে তাহাই দিতে হয় প্রাণ পৰ্য্যন্ত সীমা । মহারাজা ও মহারাণী এক সিংহাসনে বসিয়া এই মত দান করিতেছিলেন বিশ লক্ষ টাকা দান করেন সেই দিন। মধ্যহ্ন সময় একজন প্রধান ব্রাহ্মণ রাজাকে পরখ করিবার জন্ত আসিয়া বলিল মহারাজা আমি আর কিছু চাহি না কেবল তোমার রাণী দেহ আমাকে। ইহাতে রাজা দ্বিক্ষণ ব্যাজ করিলেন না। রাণীকে কহিলেন তুমি যাও। এবং রাণী ও সে দও কর পুটে ডণ্ডাইলেন ব্রাহ্মণের সন্মুখে । ইহতে সমস্ত লোক চমকিত হইল। মহারাজার মহারাণী এবং রাজা উদয় আদিতের মাতা ইঙ্গকে দরিদ্র ব্রাহ্মণ লইয়া যায় একি অসম্ভব । এই মতে সকলে কহ বলা করিতেছে । ব্রাহ্মণ রাজার দান শক্তির সাহস দেখিয়া বড়ই তুষ্ট হইয়া বিস্তর ২ আশীৰ্ব্বাদ করিলেন মহারাজাকে ব্রাহ্মণ কহিলেন মহারাজ ইনি আমার কস্তার মত আমি ফের ইহঁকে দিলাম মহারাজাকে। রাজা বলেন একি কথা। আমি আমার রাণী দিলাম তোমাকে পুনৰ্ব্বার আমি দান লইব তোমা হইতে। ইহা কদাচ ইষ্টতে পারিবে না। পশ্চাৎ ব্রাহ্মণের নিতান্ত যেদ্ধেতে এই মত হইল বাণীর অঙ্গের যাবদীয় অলঙ্কার এবং রাণীকে ওজন করিয়া স্বর্ণ এই সমস্ত দিলেন ব্রাহ্মণকে । ব্রাহ্মণ সে সমস্ত সমিগ্রি সে স্থানে বসিয়া বিতরণ কবিয়া দিল কাঙ্গালি লোকেরদিগকে। এ মত দাতা রাজা প্রতাপাদিত্য ।