পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ઉછ ] কন্যা কহেন উপায় কিছু দেখি না ঈশ্বর বুঝি আমার বৈধব্য দস৷ করিলেন। * রায় বিস্তর চিন্তিয়া কহিলেন তোমার ভ্রাতা উদয়াদিত্যের সহিত আমার যথেষ্ট প্রণয় তুমি তাহাকে এ স্থানে আনিতে পারিলে যদি তাঙ্গ হইতে ইহার কোন উপায় হয়। রাজ কন্যা স্বামী আজ্ঞানুসারে ভ্রাতা নিকট গমন করিয়া আপন স্বামীর স্থানে গুপ্তে আনয়ন করিলেন রায় সবিনয়েতে বেওরা বিদিত করিলে রাজকুমার চিন্তিত হইয়া কহিলেন ইহার আর কিছু উপায় দেখিতেছি না। কেবল একটা সুগতিক হইয়াছে। অদ্য এই রাত্রে খুল্ল পিতামহের বাটতে নাচ দেখিবার অনুরোধ আছে তাহাতে আমার যাওয়া আবশ্বক ইহাতে যদিত তুমি কিছু কঠিন কৰ্ম্মে শক্ত হইতে পারহ তবে আমি এ সঙ্কট হইতে মুক্ত করিতে পারি। রায় হর্ষ হইয়া কহিলেন কহ কি কঠিন কাৰ্য্য অদ্য আমি মে বিপদ গ্রস্ত যে কোন কৰ্ম্মে আমার উপকার দর্শে তাহতেই আমি শক্ত। রাজপুত্ৰ কহিলেন তোমায় পালকি কন্দে লইতে হবে না কিন্তু তুমি গতি কর আমার অঞ্চলে পরিচ্ছদান্বিত হও অমর মশালচির পরিচ্ছদে। তবে দেবতা যাহা করুন । রায় প্রাণের রক্ষার্থে রাজকুমারের মতাবলম্বি হইয়া সওয়ারির সমিভ্যারে মশাল ধরিয়া প্রস্থান করিলেন এই২ মতে এ দুর্গম হইতে পরিত্রাণ হইয়া অতি দ্রুত আপন আমাত্য সমুদয় নৌকা আরোহিয়া ঐ রাত্রে খোন্ত কাটির নালা মুগল করিয়া মরিচাপ নদিতে নৌকা দিলে প্রফুল্ল হইয়া এক কালিন তোব ও বন্দুকের দেহড় ও নাকার ইত্যাদিতে ডঙ্কাদিলে শব্দামুসারে রাজা প্রতাপাদিত্যে চৈতন্য পাইয়া প্রহরির দিগকে জিজ্ঞাসা করিলেন কি শব্দ শুনা যায়। তৰ্ত্ত কর। বুঝি রামচন্দ্র প্রস্থান করিল। (৬৯) এই প্রসঙ্গেতেই রাত্রি প্রভাত হইলে মহারাজা প্রাতঃকালে গুপ্ত অনুসন্ধানে