পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| са ) জানিলেন রাজা বসন্ত রায় নাচের ছলার নিমন্ত্রনে রামচন্দ্রকে বাহির করিয়া দিয়াছেন ইহাতেই কোপান্বিত অন্তঃকরণে। তৎ পশ্চাৎ মহারাজার অনুজ্ঞাতে কমল খোজা সেনাপতি সসৈন্তেতে সৰ্জ্জমান হইয়া রামচন্দ্রের রাজ্য করদায় করিয়া বাহুড়িলেন। রাজা বসন্তরায়ের হননের ছিদ্র অনুসন্ধান করিতে প্ৰবৰ্ত্ত। এইরূপে কিছুকাল গতে বসন্তরায়ের মন্ত্রিগণের প্রতাপাদিত্যের দুষ্ট আচরণ অনুভব করিয়া অনুপূৰ্ব্বক নিবেদন করিল বসন্তরায় ঠাকুরকে ইহাতে সকলেই চমৎকৃত হইয়া সসাবধানে রাজার রক্ষার্থে নিযুক্ত থাকিলেন। ঠাকুরপুত্ৰ গোবিন্দরায় মহাবল পরাক্রম এবং সৰ্ব্ব বিদ্যেতেই বিষারদ তিরান্দাজি ও বরকানদাজি ও তলোয়ার বাজি ইত্যাদি সমস্তেই বিচৈক্ষণ সে আপনি আপন পিতার রক্ষার্থে সেনাগণ দ্বারে২ ও স্থানে২ নিয়োজিয়৷ আপনে সসস্ত্রে গতি করে রাজ আপনিও গঙ্গাজল নাম তলোয়ার সৰ্ব্বক্ষণে সাতে রাখেন সে অস্ত্ৰহাতে থাকিলে বসন্তরায়কে পঞ্চাশ জনেও আক্রমণ করিতে পারে না তাহার প্রাদুর্ভবে বসন্তরায় দস্তমান। রাজা প্রতাপাদিত্য কোন ক্রমে হননের ছিদ্র পায় না, রাজা বসন্তবায়ের পিতার সাম্বৎসরিক শ্রাদ্ধের দিবসে অবারিত দ্বার পূর্বাপর থাকে ইত্যাপকাসে রাজা প্রতাপাদিত্য এক দিব্য তলোয়ার সঙ্গোপনে লইয়। যশহর পূরী প্রবেশ করিলে দেখে রাজা বসন্তরায় স্নান করিতেছেন ইহাতে বেগে গতি করিয়া আইসেন। এই সময়ে থানসম বলিল রাজাকে মহারাজ রাজা প্রতাপাদিত্য বেগে আসিতেছেন। ইহাতে তিনি ত্রস্ত হইয়া বলিলেন গঙ্গাজল আন । তাহরর্থ গঙ্গাজল নাম তলোয়ার। খানসাম তাহ না বুঝিয়া এক বাটতে করিয়া গঙ্গাজল উপস্থিত করিল ইহা দেখিয়া বুঝিলেন পরমায়ু এই পৰ্যন্ত। ইতি মধ্যে রাজা প্রতাপাদিত্য অতি বেগে নিকটস্থ হইয়া তাহার শিরচ্ছেদন করিলে মুগু