পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ఆరి ) গতি করিল এই লজ্জায় তাহাকে দূর২ বাক্যে খেদাইয়া আপনে সৰ্ব্ব সৈন্য লইয়া যুদ্ধে সাজিয়া যান। তখন পুর মধ্যে যাইয়া রাণীকে জিজ্ঞাসা করিলেন আমার কন্যা বিদায় হইতে দরবারে গিয়াছিল কেন । তোমরা কি সকলে পাগল হইয়াছ । মহারাণী কহিলেন একি সমাচার। আমার কোন কন্যা অদ্য বিদায় হইতে যায় নাই। রাজা কহিলেন এই বটে। এই আমার সৰ্ব্বনাশের সময়। যশহরেশ্বরীর বাট যাইয়া দেখেন দক্ষিণ বাহিণী ঠাকুরাণী পশ্চিম বাহিণী হইয়াছেন। (৯৮) তখন আর প্রণাম করিতেও গেল না। এক কালিন সসৈন্ত যাইয়া ওজির সহিত দেখা করিলে ওজির তাহাকে সন্মান করিয়া জিজ্ঞাসা করিল এখন কি তোমার কৰ্ত্তব্য। লড়াই কি কয়েদ। রাজা কহিলেন না আমরা আর লড়াই করিব না । (৯৯) আমার আসন্নকাল এই। অতএব আমি কয়েদ হইব । এই মতে তাহাকে পিপ্পারায় কয়েদ করিয়া (১০০) সহর ও বাজার গড় ও পূরী সমস্ত লুটিয়া যাবদীয় ক্সিলোকেরদের কয়েদ করিয়া পিঞ্জিরায় দাখিল করিল কেবল প্রতাপাদিত্যের রাণী নাগঝির (১০১) আওয়াসে কেহ২ গেল না । এবং তাহাকে কয়দে করিল না। লুটের পূৰ্ব্বে রাঘব রায় যাইয়া সেই পুরীর দ্বারে ডাণ্ডাইয়া কহিলেন এ দিগে আমার পরিজন। অতএব সে অঞ্চলে আর কেহ গেল না। উজির সমস্ত লুট করিয়া এক শত ক্রের নগদ টাকা (১০২) পাইল ইহা ছাড়া এলবাস পোষাক সোণা রূপা আর২ এ সমস্ত লইয়া ত্বরাই পুনলায় হেন্দোস্থানে প্রস্থান করিল। পথে যাইয়া বানারস মোকামে প্রতাপাদিত্যের কাল হইলে (১০৩) এ সকল ধন ও রাঘব রায় ও স্ত্রিলোকেরদিগকে দিল্লি দাখিল করিল। জাহাগির সাহ ওজিরের দরখাস্তে প্রতাপাদিত্যের রাজ্য ও মনশব