পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ea মধ্যে। ব্রজমোহন রায়ের দুই পুত্র জ্যেষ্ঠ রাজা হরিদেব রায় কনিষ্ঠ শ্ৰীযুত বাজা জুগলকিশোর রায়। হরিদেব রায়েয় পুত্র শ্ৰীযুত রাজা আনান্দচন্দ্র রায়। তাহারও কিঞ্চিত পটি আছে ওই মুর নগরে । জুগল কিশোর রায় আপনে বর্তমান মুর নগরের কিঞ্চিত পটীদার। রাজা রামরায়ের কনিষ্ঠ পুত্র স্তাম মুন্দর রায়। তাহার দৃষ্ট রাণী। বড় রাণীর পুত্র রাজা শ্ৰীকৃষ্ণ রায়। তাহর দুই পুত্র। জ্যেষ্ঠ রাজা শিবনারায়ণ রায় কনিষ্ঠ রাজা শুকদেব রায় । শিবনারায়ন রায় নিঃসন্তান । শুকদেব রায়ের পুষ্যপুত্ৰ শ্ৰীযুত গুরুপ্রসাদ রায়। তাঙ্গরও কিঞ্চিত তালুক আছে ওই মুর নগরে । শু্যামসুন্দর রায়ের কনিষ্ঠ রাণীর দুই পুত্র জ্যেষ্ঠ রাজা কৃষ্ণকিঙ্কর রায় কনিষ্ঠ রাজা নন্দকিশোর রায় কৃষ্ণকিঙ্কর রায়ের দুই পুত্র জ্যেষ্ঠ শ্ৰীযুত রাজা হরেকৃষ্ণ রায় কনিষ্ঠ শ্ৰীযুত রাজা প্রাণকৃষ্ণ রায়। রাজা নন্দকিশোর রায়ের পুত্ৰ শ্ৰীযুত রাজা রাধানাথ রায়। তাগর গুই পুত্র জ্যেষ্ঠ শ্ৰীযুত রাজা রাজনারায়ণ রায় কনিষ্ঠ শ্ৰীযুত রাজা রামনারায়ণ রায় । এই এই কয়জন শ্ৰীযুত বিশিষ্ট রাজা বসন্তরায়ের সস্তান। ইহার মধ্যে রাজা স্তামসুন্দর রায়ের সস্তানেরা এখন প্রধান। তাহারাই যশহর সমাজের গোষ্টিপতি। (১১০) আর২ সকল বঙ্গজ কায়স্থের দিগকে তাঙ্গারাই প্রতিপালন করিতেছেন তাহারা সকলের কৰ্ত্ত । s সমাপ্ত ।